AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাচ ধরতে গিয়ে সৌম্যর আঙুলে ৫ সেলাই


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০২:২৬ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
ক্যাচ ধরতে গিয়ে সৌম্যর আঙুলে ৫ সেলাই

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পেয়েছেন সৌম্য সরকার। তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। সেই ক্যাচটি নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য। সেই আঘাতে আঙুলে পাঁচটি সেলাই পড়েছে।

উইন্ডিজ ইনিংসের ৬ষ্ঠ ওভারের মাঝপথে ঘটে এই দুর্ঘটনা। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য। বলটা তার বরাবরই আসছিল। হুট করে বাতাসে বলটা কিছুটা সুইং করে গতিপথ বদলে ফেলে। তাতেই আঘাত লাগে আঙুলে।

আঘাত বেশ গুরুতর হওয়ার কারণে সৌম্যকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে। এই ধরনের আঘাতে কমপক্ষে চার সপ্তাহ লাগে। তবে সৌম্যর আঙুলের এক্সরে করা হবে। সেই রিপোর্টের পর বোঝা যাবে, তার সর্বশেষ অবস্থা। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও সৌম্য লম্বা সময়ের জন্যই ছিটকে যাচ্ছেন।

আগামী ৩০ ডিসেম্বর শুরু বিপিএল। দারুণ ফর্মে থাকা সৌম্যকে শুরুর সময়টায় হয়তো পাওয়া যাবে না। আর নিশ্চিত ভাবেই মিস করবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি টি-টোয়েন্টি।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!