ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। জল্পনাটা শুরু হয়েছিল বুধবার সকাল থেকেই। দিনের শেষে এসে সেটাই সত্যি প্রমাণ হল। তাঁর সিরিজের মাঝখানে এরকম আচমকা অবসর গ্রহণ দেখে বেশ অবাক হয়েছিলেন সকলেই। অশ্বিন ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে ক্রিকেট থেকে অবসর নিলেন অশ্বিন, সামগ্রিক পরিসংখ্যানে গ্রেট অনিল কুম্বলের (৬১৯ উইকেট) পরেই রয়েছে তাঁর নাম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আপাতত অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ ক্লাব ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। ২০২৫ সালে তাঁকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে।
বর্তমানে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত অশ্বিনের সতীর্থ ছিলেন। এদিন গম্ভীর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তোমাকে একজন তরুণ বোলার থেকে আধুনিক ক্রিকেটের কিংবদন্তীতে পরিণত হতে দেখার সৌভাগ্য এমন কিছু যা আমি বিশ্বের কাউকে বোঝাতে পারব না! আমি নিশ্চিত যে আগামী প্রজন্মের বোলাররা বলবে যে আমি অশ্বিনকে দেখে একজন বোলার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি! আমরা তোমায় মিস করব ভাই!’ জানা যাচ্ছে, অবসরের আগে অশ্বিন- গম্ভীরের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিলেন।
প্রেসের সঙ্গে কথা বলার সময়, অধিনায়ক রোহিত শর্মা জানান, তিনি পার্থে অশ্বিনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছিলেন। ব্যক্তিগত কারণে পার্থ টেস্ট খেলতে পারেননি রোহিত। অ্যাডিলেড টেস্ট খেলতে অশ্বিনকে রাজি করানো হয়েছিল বলেও জানান ভারতের অধিনায়ক। পার্থে প্রথম টেস্ট ম্যাচের জন্য অশ্বিনকে বেঞ্চ করা হয়েছিল। তিনি অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলেছিলেন, কিন্তু তৃতীয় টেস্টের জন্য বেঞ্চে ছিলেন অশ্বিন। ওয়াশিংটন সুন্দর সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন এবং গাব্বায় একমাত্র স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে ছিলেন রবীন্দ্র জাদেজা। আপাতত অশ্বিন শীঘ্রই দেশে ফিরবেন। এই সিরিজে ভারত তাঁর পরিবর্তে অন্য কোনও প্লেয়ারকে দলে নেবে না।
প্রসঙ্গত,ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচটি শুক্রবার থেকে শুরু হয়েছিল গাব্বায়। কিন্তু বৃষ্টির কারণে খেলাটি ড্র হয়ে যায়। প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত ২৬০ রান করে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে অজিরা। ভারতের জয়ের জন্য ২৭৩ রানের প্রয়োজন ছিল। কিন্তু ভারতের স্কোর যখন ৮ রান, তখন বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :