AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মন্ধানার বিশ্বরেকর্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৪ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
মন্ধানার বিশ্বরেকর্ড

সিরিজ জেতার সুযোগ ছিল ভারতের মহিলা দলের কাছে। কিন্তু হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরেছে ভারত। দল হারলেও রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতরান করেছেন তিনি। 

দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও ব্যাট হাতে রান পেয়েছেন মন্ধানা। ৪১ বলে ৬২ রান করেছেন তিনি। এটি মন্ধানার ২৯তম অর্ধশতরান। টি-টোয়েন্টিতে এত বেশি অর্ধশতরান আর কারও নেই। এর আগে নিউজিল্যান্ডের সুজি বেটসের সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন মন্ধানা। দু’জনেরই ২৮টি অর্ধশতরান ছিল। বেটসকে টপকে গিয়েছেন মন্ধানা। ১৪৭তম টি-টোয়েন্টিতে এই কীর্তি করেছেন তিনি। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। ২৩টি অর্ধশতরান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের স্তেফানি টেলর ২২টি ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ২১টি অর্ধশতরান করে তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। 

হরমনপ্রীত কউরের চোট থাকায় দ্বিতীয় ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন মন্ধানা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ভারত। ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে নেয় ওয়েস্ট ইন্ডিজ়। তাদের হয়ে ৪৭ বলে ৮৫ রান করেন হেইলি ম্যাথুজ। ৯ উইকেটে হারে ভারত। 

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!