আইসিসির টেস্ট র্যাংকিংয়ে রাজত্বে এসেছে আবারো পরিবর্তন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুককে টপকে র্যাংকিংয়ে সবার উপরে ফিরেছেন তারই স্বদেশী জো রুট।বুধবার (১৮ ডিসেম্বর) আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে চলে আসেন রুট। ৮৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যান হ্যারি ব্রুক।
বুধবার (১৮ ডিসেম্বর) আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে চলে আসেন রুট। ৮৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যান হ্যারি ব্রুক।
ব্যাট হাতে সফল ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সেডন পার্কে প্রথম ইনিংসে ৪৪ রান করেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে করেন ১৫৬ রান। তাতেই তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৭। র্যাংকিংয়ে তিনে রয়েছেন এই কিউই ব্যাটার। র্যাংকিংয়ের চারে আছে ভারতের ইয়াশাসভি জয়সওয়াল। ভারতের বিপক্ষে ব্রিজবেনে সেঞ্চুরি করা ট্রাভিস হেড আগের মতোই পঞ্চম স্থানে।
র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়েছেন টম ল্যাথাম। ৩১তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৩ ধাপ উন্নতিতে উইল ইয়াং আছেন ৩৬ নম্বরে।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে এগিয়েছেন ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে তিনি এখন অবস্থান করছেন সপ্তম স্থানে। এদিকে ১৪ ধাপ এগিয়েছেন উইল ও’রোক। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের সঙ্গে যৌথভাবে আছেন ৩০ নম্বরে তিনি। এছাড়া ৬ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে মিচেল স্যান্টনার।
এই ম্যাচে ৫ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এসেছেন ইংলিশ পেসার ম্যাথু পটস। ৪টি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে গাস অ্যাটকিনসনের অবস্থান চতুর্দশ। তবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :