আইসিসি প্রকাশিত র্যাংকিংয়ে সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের জন্য রয়েছে সুখবর। এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে ভূমিকা রাখা একাধিক টাইগার বোলারের হয়েছে উন্নতি। সাপ্তাহিক হালনাগাদের পর টি-২০ ফরম্যাটের বোলারদের তালিকায় পেসার হাসান মাহমুদ ৩৮ ধাপ এগিয়েছেন। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও শ্রীলংকার নুয়ান থুশারার সঙ্গে যৌথভাবে ৪৭তম স্থানে আছেন। ক্যারিবীয়দের বিপক্ষে দুই খেলায় ৩ উইকেট পাওয়া এই বোলারের রেটিং পয়েন্ট এখন ৫০৬।
ডানহাতি স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান এগিয়েছেন ১৮ ধাপ, প্রথম ম্যাচে চার উইকেটের পর দ্বিতীয় ম্যাচে তিনি নেন দুটি উইকেট। ৫৯০ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি ২৩তম স্থানে আছেন। তিন ধাপ এগিয়ে এই সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে থাকা তাসকিন আহমেদ। ক্যারিয়ারসেরা ৬০৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন তার অবস্থান ১৮তম।
৫৩১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ৩৮ নম্বর স্থানেই আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এক ধাপ পিছিয়ে ৬১ নম্বরে স্থানে আছেন তানজিম হাসান সাকিব। এই সিরিজে না থাকা মুস্তাফিজুর রহমানের অবশ্য অবনমন হয়েছে। দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন এই পেসার।
তিন ধাপ এগিয়ে বোলারদের তালিকার শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাত আকিল হোসেন। তিনি ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার তিন লেগ স্পিনার আদিল রশিদ (দ্বিতীয়), ওয়ানিন্দু হাসারাঙ্গা (তৃতীয়) ও অ্যাডাম জ্যাম্পাকে (চতুর্থ) পেছনে ফেলেছেন।
ব্যাটারদের মধ্যে বাংলাদেশিদের ভেতর শীর্ষে তাওহীদ হৃদয়। যদিও এই সিরিজে তার খেলা হয়নি। যার কারণে ছয় ধাপ নেমে ট্রিস্টান স্টাবসের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে আছেন। সিরিজে এখন পর্যন্ত সেভাবে কিছু না করতে পারা লিটন দাস দুই ধাপ পিছিয়ে আছেন ৪৬ নম্বরে।
আগের মতোই সবার উপরে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ৬ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন। তার সতীর্থ তোভম্যান পাওয়েল ১০ ধাপ এগিয়ে ২২তম স্থানে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার রেজা হেনড্রিকস ৬ ধাপ এগিয়ে আছেন নবম স্থানে। পাকিস্তানের বাবর আজম এক ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। দলটির তরুণ ওপেনার সাইম আইয়ুব ৪৫ ধাপ উন্নতি করে এখন ৫৮ নম্বরে এসেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :