AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে গল মার্ভেলসের বড় জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৪ এএম, ১৯ ডিসেম্বর, ২০২৪
সাকিবের বিধ্বংসী ব্যাটিংয়ে গল মার্ভেলসের বড় জয়

চলমান লঙ্কা টি-টেনের এলিমিনেটরে ৬ উইকেটের বড় জয় পেল গল মার্ভেলস। ক্যান্ডি বোল্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। মাত্র ৮ বলে ২৯ রান করে গলকে জিতিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। 

বুধবার (১৮ ডিসেম্বর) পাল্লেকেলেতে এলিমিনেটর ম্যাচে ক্যান্ডি বোল্টসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন সাকিব। মাত্র ৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রান তুলে গলকে জিতিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। কোয়ালিফায়ার টুতে হাম্বানটোটা বাংলা টাইগার্সের মুখোমুখি হবে গল মারভেলস।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গল। জর্জ মুন্সের ফিফটিতে ৪ উইকেটে ১২০ রানের সংগ্রহ পায় ক্যান্ডি। এই স্কটিশ ক্রিকেটার মাত্র ২৭ বলে ৫টি চার ও ৪ ছক্কায় ৬১ রান করেন।

জবাব মারমুখী ছিলেন গলের ব্যাটাররা। মাত্র ৫ বলে ১৬ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। লাহিরু উদারার সঙ্গে জুটিতে দলকে জয়ের ভিত্তি গড়ে ভানুকা রাজাপক্ষে। এরপর ক্রিজে আসেন সাকিব। থিসারা পেরেরার করা ইনিংসের অষ্টম ওভারে ২১ রান তোলে গল। একাই তিন ছক্কা হাঁকান সাকিব।

ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকানোর পর ওভারের পঞ্চম বলে লং অন ও ষষ্ঠ বলে ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে গলের জয়কে সহজ করেন টাইগার অলরাউন্ডার। পরের ওভারে জয়সুরিয়াকে টানা দুই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!