বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখতে আসন্ন আসরের জন্যও তারকা সমৃদ্ধ দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ডেভিড মিলারের পর এবার বরিশালের জার্সিতে দেখা যাবে পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদিকে। যা বরিশালের ভক্তদের জন্য বড় চমক।
বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে আফ্রিদিকে দলে নেয়ার বিষয়টি জানায় বরিশাল কৃর্তপক্ষ। অবশ্য বিপিএলের শুরু থেকে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আছে পাকিস্তানের। তাই জাতীয় দলের ব্যস্ততা থাকায় শুরু থেকে খেলার সম্ভাবনা কম এই ক্রিকেটারের।
সেই হিসেবে টেস্ট সিরিজের দলে থাকলে শাহিনকে ৭ জানুয়ারির পরে বিপিএলে পাওয়া যাবে। পিসিবির ছাড়পত্র পাওয়ার পরই শাহীনকে দলে ভেড়ায় বরিশাল। এবারের বিপিএলে খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। এরা হলেন শাহীন শাহ আফ্রিদি, জাহানদাদ খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, হায়দার আলী এবং উসমান খান।
তাদের মধ্যে বিপিএলের প্রথম দিন থেকে থাকবেন ফাহিম, নাওয়াজ, হায়দার, আফ্রিদি এবং উসমান খান। এই পাঁচ ক্রিকেটারের মধ্যে কেবল ফাহিম, নাওয়াজ এবং হায়দারকেই শেষ পর্যন্ত বিপিএল খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জানা গেছে, আফ্রিদিকে খুব বেশি দিনের জন্য খেলার অনুমতি দেয়া হয়নি। তিনি অনাপত্তিপত্র পেয়েছেন ১৫ জানুয়ারি পর্যন্ত। উসমান খানকেও পুরো সময়ের জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। তিনি খেলবেন ২৫ জানুয়ারি পর্যন্ত। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে আফ্রিদি ছাড়াও খেলবেন জাহানদাদ ও ফাহিম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :