ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে পিএসজি। কিন্তু সেই ফল ছাপিয়েও ম্যাচটা আলোচনায় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার চোটের কারণে। প্রতিপক্ষ খেলোয়াড়ের বুটের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মুখ। রক্তাক্ত অবস্থাতে মাঠ ছেড়েছেন তিনি।
ম্যাচের ১৭ মিনিটে ঘটেছে এই দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর শট রুখে দিয়েছিলেন ইতালিয়ান গোলকিপার। তখন নিচে থাকা দোন্নারুম্মাকে টপকে যাওয়ার চেষ্টা করছিলেন সিঙ্গো। তাতে এগিয়ে যেতে থাকা মোনাকো ডিফেন্ডারের বুটের স্পাইক গিয়ে পড়ে দোন্নারুম্মার ডান গালে। তাতে পিএসজি গোলকিপারের গাল মারাত্মাকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে যাওয়ায় রক্তপাত হতে থাকলে ১০টি স্ট্যাপল পড়ে সেখানে।
অবশ্য এমন ঘটনার পরও লাল কার্ড দেখাননি রেফারি। ম্যাচের পর সেটি নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কুইনহোস, আমি জানি না রেফারি জায়গা মতো ছিল কিনা। তবে ওই মুহূর্তে ভারের হস্তক্ষেপ করা উচিত ছিল। কারণ খেলোয়াড়দের রক্ষা করা তাদের দায়িত্ব। আর এমন পরিস্থিতিতেও লাল কার্ড না দেওয়া মানে অনেক বড় সিদ্ধান্ত!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :