AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪২ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪
অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। তৃতীয় ম্যাচ ড্র হয়েছে। তবে শেষ দুই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। 

প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি সদ্য অভিষিক্ত ওপেনার ন্যাথান ম্যাকসুইনি। ছয় ইনিংস ব্যাট করে কেবল ৭২ রানই করেছেন তিনি। তাই পরের দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ম্যাকসুইনি। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন স্যাম কনস্টাস।

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন কনস্টাস। গত মাসে ভারত এ দলের বিপক্ষে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া গোলাপি বলে প্রস্তুতির ম্যাচে প্রধানমন্ত্রী একাদশের হয়ে সেঞ্চুরি হাঁকান এই ডানহাতি ওপেনার।

তাকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, স্যাম প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছে। তার ব্যাটিংয়ের ধরন ভিন্নতা বয়ে আনে এবং আমরা তার খেলায় আরও উন্নতি দেখতে আগ্রহী। আমরা এখনও আত্মবিশ্বাসী যে ন্যাথান টেস্ট স্তরে সফল হওয়ার ক্ষমতা রাখে। তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি কঠিন ছিল। সিরিজজুড়েই ওপেনারদের জন্য স্পষ্টত চ্যালেঞ্জ ছিল এবং আমরা পরবর্তী দুটি ম্যাচের জন্য ভিন্ন লাইনআপের সুযোগ তৈরি করতে চাই।

এদিকে চোটের কারণে বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না জশ হ্যাজেলউডের। তাই ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে শন অ্যাবট ও ঝাই রিচার্ডসনকে।আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বক্সিং ডে টেস্ট। পাঁচ ম্যাচ সিরিজের তিন ম্যাচ শেষে ১-১ সমতায় রয়েছে দুই দল।


শেষ দুই ম্যাচের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক ও বেয়াউ ওয়েবস্টার।


 একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!