AB Bank
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টেস্ট ও ওয়ানডে থেকে আত্মবিশ্বাস পেয়েছে দল: লিটন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:০৩ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪
টেস্ট ও ওয়ানডে থেকে আত্মবিশ্বাস পেয়েছে দল: লিটন

সফরে টেস্টে ড্র করলেও, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ওয়ানডের হতাশাজনক পারফরমেন্সে ভেঙে পড়েনি টাইগাররা। উল্টো টেস্ট ও ওয়ানডের পারফরমেন্স থেকেই  বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করার আত্মবিশ্বাস পেয়েছে বলে জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।  

২০১ রানের হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টেই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। ১০১ রানের বড় জয়ে সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

টেস্ট সিরিজের পর ওয়ানডেতে আরও ভালো করার লক্ষ্য ছিলো বাংলাদেশের। কিন্তু ওয়ানডেতে তিন ম্যাচেই হেরে যায় টাইগাররা। ওয়ানডেতে বাজেভাবে হারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ২৯৪ ও শেষ ম্যাচে ৩২১ রানের সংগ্রহ পেয়েছিলো সফরকারীরা।

ওয়ানডে সিরিজে বাজে ভাবে না হারার কারণে আত্মবিশ্বাসে কোন ছেদ পড়েনি বাংলাদেশের। তাই টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজ থেকে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস পেয়েছিলো টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এমনটাই বললেন বাংলাদেশ অধিনায়ক লিটন।

আজ তৃতীয় ও শেষ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলেছি। যদিও দুর্ভাগ্যবশত জিততে পারিনি, তারপরও আমরা ভালো ক্রিকেট খেলেছি। যেটা সংক্ষিপ্ত ভার্সনের এই সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস যুগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় ছেলেদের  চাপ না  নিয়ে বরং  এবং খেলা উপভোগ করতে বলি।  কারণ আমরা জানি আমাদের খুব ভালো বোলিং আক্রমণ এবং ব্যাটিং আছে। আমরা জানি, আমরা যদি ভালো স্কোর করতে পারি তাহলে যেকোন রান ডিফেন্ড করতে পারবো।’

গত অক্টোবলে বাংলাদেশের কোচের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টিতে সাফল্য পেয়েছে টাইগাররা।

সিমন্সকে নিয়ে লিটন বলেন, ‘তিনি (ফিল সিমন্স) কখনো কোন চাপ দেয় না। আমরা নির্ভার হয়ে ক্রিকেট খেলি। আমি আমাদের সিদ্ধান্ত এবং সবকিছু ব্যাখ্যা করেছি। শুধু তিনিই নন, সকল কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সবাই খুবই ভালো। আমাদের জন্য ভালো হবে এমন সব কিছুই তারা করে থাকে।’

৪১ বলে ৭২ রানের অনবদ্য ইনিংসে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন জাকের আলি। ম্যাচ শেষে জাকের বলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে, এটি আমার জন্য খুবই চমৎকার একটি সিরিজ। আগের দুই ম্যাচের চেয়ে আজকের উইকেট  ভালো ছিল। আমি ক্রিজে টিকে থাকার চেষ্টা করি। আমি জানি, ক্রিজে বেশিক্ষণ থাকতে পারলে আমি রান পাবো।’


 

একুশে সংবাদ/ এস কে

Link copied!