বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। এটিই হতে যাচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার চলতি বছরের শেষ বোর্ড সভা। শনিবার (২১ ডিসেম্বর) বিসিবির এই বোর্ড সভা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে শুরু হবে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মাসের শেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বোর্ড সভায় হবে বিস্তারিত আলোচনা। জাতীয় ক্রিকেট লিগের টি-২০ সংস্করণ নিয়ে অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ হতে পারে।
নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া বোর্ডের স্ট্যান্ডিং কমিটির গঠন বা এর সম্ভাব্য সময়সূচি নিয়েও আলোচনা হতে পারে। এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :