পাকিস্তানের সঙ্গে দঃ আফ্রিকার দ্বিতীয় একদিনের ম্যাচে হেরে যায় সাউথ আফ্রিকা। ম্যাচ হারলেও সেই ম্যাচে বিতর্কে জড়ান পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এনরিখ ক্লাসেন। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। এর জেরেই এবার শাস্তির মুখে পড়লেন প্রোটিয়া তারকা।
দ্বিতীয় একদিনের ম্যাচে দঃ আফ্রিকাকে ৮১ রানে হারিয়ে ওডিআই সিরিজ পকেটে পুড়ে নেয় পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ৩৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বিপর্যস্ত অবস্থা হয় প্রোটিয়া ব্রিগেডের ,কারণ ব্যাটাররা তেমন কেউই লড়াই দিতে পারেননি এনরিখ ক্লাসেন ছাড়া। তিনি একাই ৯৭ রানের ঝড়ো ইনিংস খেলে লড়াই দিলেও ম্যাচে বিতর্কে জড়ান।
দঃ আফ্রিকা ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে হরিস রাউফ প্রথমে ক্লাসেনকে উদ্দেশ্য করে কিছু বলেন। সেটা শুনে ক্লাসেনও ক্ষিপ্ত হন। এরপর বিষয়টিতে জড়িয়ে পড়েন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। একে অপরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। রিজওয়ানকে দেখা যায় আঙুল তুলে ক্লাসেনকে কিছু বলছেন। এরপর বাবর আজম এসে পরিস্থিতি সামাল দেন।
ম্যাচের ৪৪তম ওভারে নাসিম শাহের বলে বড়় শট খেলতে গিয়ে আউট হন ক্লাসেন। এরপরই রাগে বিরক্তিতে স্টাম্পে ধাক্কা মারেন তিনি। অর্থাৎ স্রেফ পাক ক্রিকেটারদের সঙ্গে তাঁর মৌখিক লড়াই হয়েছে তাই নয়, এরপর উইকেট ধাক্কা মারার অপরাজও করেন প্রোটিয়া তারকা, তারপরই তিনি পড়লেন শাস্তির মুখে। আইসিসির আর্টিকেল ২.২ অনুযায়ী ক্লাসেনকে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ক্লাসেনের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। মাত্র ৭৪ বলে ৯৭ রানের ঝকঝকে ইনিংস খেললেও দলের বাকি ব্যাটাররা কেউই তেমন রান পাননি। ফলে পুরো চাপই এসে পড়ছিল তাঁর ওপর। শেষদিকে টেলেন্ডারদের নিয়ে লড়লেও যখন তিনি দলকে জিতিয়ে সিরিজে সমতা ফেরাতে পারলে না, তখনই রাগে অভিমানে স্টাম্পে হিট করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :