AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিকেলে বিসিবির জরুরি সভা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:২২ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৪
বিকেলে বিসিবির জরুরি সভা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হবে আজ। এটিই হতে যাচ্ছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার চলতি বছরের শেষ বোর্ড সভা। বিসিবির এই বোর্ড সভা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে শুরু হবে। দরজায় কড়া নাড়ছে বিপিএলের উন্মাদনা। ৩০ ডিসেম্বর থেকেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। ২৩ ডিসেম্বর মিরপুরে সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। বিপিএলের আসন্ন আসরের সবশেষ প্রস্তুতি, অনুমোদনসহ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজেদের মধ্যে পরামর্শের জন্য আজ জরুরি সভায় বসছেন বোর্ড পরিচালকরা।   

জরুরি সভা হওয়ায় গেল দুই বোর্ড সভার মতো ডাকযোগে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। এবারের সভার জন্য মুঠোফোনে বার্তা পাঠানো হয়েছে পরিচালকদের। ব্যক্তিগত কাজে দেশের বাইরে অর্থাৎ অস্ট্রেলিয়াতে আছেন ইফতেখার মিঠু। কোরাম পূরণের বাধ্যবাধকতা থাকায় তার জন্য ভার্চুয়ালি যোগ দেয়ার সুযোগ রাখা হয়েছে। জানা গেছে, আরেক পরিচালক আকরাম খানও যোগ দেবেন ভার্চুয়ালি। বাকিরা সশরীরে উপস্থিত থাকবেন।   

আজকের আলোচনায় মূল এজেন্ডা বিপিএল হলেও সেখানে জায়গা পেতে পারে ২০২৫ সালের পরিকল্পনা। জানা গেছে, নতুন বছরের ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি। সে বিষয়েও আজ বিশেষ আলাপ থাকতে পারে। এছাড়াও স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব আর তার সবশেষ অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বর্তমান কমিটির ১৬তম এই মিটিংয়ে। 

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার স্বস্তি নিয়েই চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছে টাইগাররা। কিন্তু আসন্ন বছর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ ছাড়াও বাংলাদেশের ৬টি দ্বিপাক্ষিক সিরিজ আছে। যার চারটি হোম আর দুটি অ্যাওয়ে। খুব বড় পরিসরে না হলেও নতুন বছরের পরিকল্পনা স্থান পেতে পারে বিসিবির এই সভায়।

মার্চের আগে টি-টোয়েন্টি আর জুনের আগে টেস্ট ম্যাচ নেই টাইগারদের। তাই এই দুই ফরম্যাটেরে অধিনায়কত্ব নিয়ে আপাতত আলোচনা হচ্ছে না। তবে ওয়ানডের অধিনায়কত্ব শান্তর কাঁধেই থাকছে। আজ প্রাথমিক আলোচনা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়েও।    

একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!