AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেলবোর্ন টেস্টের আগে নতুন চেহারায় বিরাট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৭ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৪
মেলবোর্ন টেস্টের আগে নতুন চেহারায় বিরাট

পার্‌থের দ্বিতীয় ইনিংসে শতরানের পর আবার রান নেই বিরাট কোহলির ব্যাটে। অফ স্টাম্পের বাইরের বলে সমস্যা কাটাতে পারছেন না। দলের ব্যাটিংও ভাল হচ্ছে না। তার মধ্যেও অস্ট্রেলিয়ায় কোহলি নিজেকে হালকা রাখার চেষ্টা করছেন। বক্সিং ডে টেস্টের আগে বদলে ফেললেন নিজের ‘লুক’।

মেলবোর্নে নতুন চেহারায় কোহলিকে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। চুলের ছাঁট বদলে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অস্ট্রেলিয়ার খ্যাতনামী কেশসজ্জা শিল্পী জর্ডন তাবকম্যানের কাছে গিয়েছিলেন কোহলি। তিনিই সমাজমাধ্যমে কোহলির নতুন কেশসজ্জার ছবি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘‘রাজার নতুন মুকুট।’’ নতুন সজ্জায় কোহলিকে আরও ফিট দেখাবে বলে দাবি তাবকম্যানের। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও অস্ট্রেলীয় কেশসজ্জা শিল্পীর দ্বারস্থ হয়েছিলেন কোহলি। সে বার তাঁর সঙ্গী হয়েছিলেন হার্দিক পাণ্ড্য, ঈশান কিশনও। এ বার অবশ্য সাজ বদলাতে কোহলি একাই গিয়েছিলেন। নতুন সাজ কি তাঁর ব্যাটে রান ফেরাবে? অপেক্ষায় থাকবেন ভারতীয় সমর্থকেরা।

মেলবোর্নে পৌঁছে বিতর্কে জড়িয়ে ছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ভারতীয় দলের ছবি তুলতে মেলবোর্নে জড়ো হয়েছিলেন চিত্র সাংবাদিকেরা। কোহলির ছবি তুলেই ক্ষান্ত ছিলেন না চিত্র সাংবাদিকেরা, তাঁর পরিবারের ছবিও তুলতে যান। তখনই আপত্তি জানান কোহলি। ওই সাংবাদিকের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। পরে আবার পিছনে ফিরে ওই সাংবাদিককে কিছু বলেন। কোহলি চান না তাঁর দুই সন্তান ভামিকা এবং অকায়ের ছবি প্রকাশ্যে আসুক। এ ব্যাপারে অতীতে সমাজমাধ্যমেও অনুরোধ করেছেন। মাঠে দুই সন্তানকে নিয়ে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা থাকলেও কখনওই তাঁদের সন্তানদের দেখানো হয় না। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম সেই কাজ করতে গিয়েই কোহলির রোষের মুখে পড়ে।

ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফির ফল তিন টেস্টের পর ১-১।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

Link copied!