জাতীয় ক্রিকেট লিগ টি-২০ সংস্করণের এলিমিনেটর ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিয়েছে চট্টগ্রাম বিভাগ। স্বল্প পুঁজি নিয়েও ৭ রানের জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে খুলনা বিভাগ।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের শনিবার (২১ ডিসেম্বর) আগে ব্যাটিংয়ে নামা খুলনা ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায়। জবাবে চট্টগ্রাম ৭ উইকেটে ১৩৯ রানেই থেমে পরাজয়ের স্বাদ পায়।
খুলনার টপ অর্ডারের ব্যর্থতায় দলের হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩৯ বলে খেলেন ৫২ রানের ইনিংস। আজিজুল হক তামিম করেন ২০ রান। চট্টগ্রামের হয়ে শরীফ ৪টি, ফাহাদ ৩টি এবং ইরফান একটি উইকেট নেন।
রান তাড়ায় ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে নাঈমকে সঙ্গে নিয়ে টেনে তোলার চেষ্টা করেছিলেন ইয়াসির। দ্রুত রান তুলতে না পারায় চাপে পড়েন তারা দুজন।
মেহেদী রানাকে ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়েছেন ইয়াসির। চট্টগ্রামের অধিনায়ককে ফিরতে হয় ২৭ বলে ৩৭ রান করে। শেষ দিকে ২৭ বলে অপরাজিত ৩৪ রান করেছিলেন নাঈম। তবে বোলারদের দারুণ বোলিংয়ে ৭ রানের জয়ে মাঠ ছাড়েন সোহান-ইমরুলরা। খুলনার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদী রানা ও মাসুম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :