AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বার্সাকে টপকে দুইয়ে রিয়াল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৯ এএম, ২৩ ডিসেম্বর, ২০২৪
বার্সাকে টপকে দুইয়ে রিয়াল

অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিল। একদিনের ব্যবধানে হান্সি ফ্লিকের দল নেমে গেলে তিনে। রোববার (২২ ডিসেম্বর) লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বার্সেলোনাকে পেছনে ফেললো রিয়াল মাদ্রিদ। 

ম্যাচে দুর্দান্ত এক গোল করা কিলিয়ান এমবাপ্পে ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি। রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর। ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।

আজকের ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন রিয়ালের সঙ্গে মানিয়ে নেয়ার সময়টা পাড় করে ফেলেছেন এমবাপ্পে, এখন সময় কিছু করে দেখানোর। সেভিয়ার বিপক্ষে কিছু করেই দেখালেন ফরাসি তারকা। দলের জয়ে বড় ভূমিকা রেখে পেয়ে গেলেন রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪তম গোল।

১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। রদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে যান এমবাপ্পে। এক স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয় ছোঁয়ায় জায়গা ঠিক করে নিয়ে জোরালো শটে গোল পেয়ে যান ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফুটবলার।

১০ মিনিট পর ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধানটা ২-০ করেন ভালভের্দে। ৩৪ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় রিয়াল। এবার ভাসকেজের ক্রসে গোল রদ্রিগোর। এক মিনিট পরেই সেভিয়ার হয়ে গোল করেন ইসাক রোমেরো। ৫৩ মিনিটে এমবাপ্পের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোলটি এনে দেন দিয়াজ। এরপর ৮৫ মিনিটে দোদি লুবেবাকলো ব্যবধান কমাতেই পেরেছেন শুধু।

১৮ ম্যাচে ১২তম জয়ে ৪০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট আতলেতিকোর। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

একুশে সংবাদ/ এস কে



 

Link copied!