AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাফার গান দিয়ে শুরু বিপিএলের মিউজিক ফেস্ট


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:০৯ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৪
রাফার গান দিয়ে শুরু বিপিএলের মিউজিক ফেস্ট

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর।  এর আগে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট।

সোমবার (২৩ ডিসেম্বর)  বিকেল ৪টার শুরু  হয় মিউজিক ফেস্ট অনুষ্ঠান। প্রথমেই মঞ্চ মাতাতে আসেন জনপ্রিয় অ্যাভয়েড রাফা।বিপিএলের থিম সং ‘এলো বিপিএল’-এর সহ-প্রযোজক মুজা ও অ্যাভয়েডরাফা।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাহাত ফতেহ আলী খানের আবেগময় কণ্ঠে মুগ্ধ হতে প্রস্তুত দর্শকরা।

তার পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে গুনতে হয়েছে প্রায় ৩.৪ কোটি টাকা, যা অনুমোদন পেয়েছে গত শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায়।

এ ছাড়া মিউজিক ফেস্টে আরো পারফর্ম করবেন মাইলস, জেফার ও মুজা।

এদিন অনুষ্ঠানে দেখতে দুপুর থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে  ভিড় জমায় দর্শকরা। মিরপুর স্টেডিয়ামের ১, ৩ ও ৪ নম্বর গেটের সামনে দর্শকদের ভিড় করতে দেখা যায়।

উল্লেখ্য,এবারের বিপিএলে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে।এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!