AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জ্যোতির পর সেঞ্চুরি করলেন পিংকি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১২:১৬ এএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
জ্যোতির পর সেঞ্চুরি করলেন পিংকি

বাংলাদেশের নারী প্রথম শ্রেণির ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন ফারজানা হক পিংকি। সকালে নিগার সুলতানা জ্যোতি সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেন। তিনি হয়ে যান বাংলাদেশের নারী প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তারপর একই দিনে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখান ফারজানা হক পিংকি।

সোমবার (২৩ ডিসেম্বর) নারী বিসিএলের তৃতীয় দিনে নর্থ জোনের হয়ে দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১০২ রান। ২২৬ বলে তার ইনিংসটি সাজানো ছিল ১২টি চারে। তবে তৃতীয় সেঞ্চুরিয়ান খেতাব মিস করলেন ইশমা তানজিম। ৯০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। সেন্ট্রাল জোনের সঙ্গে ম্যাচটি হয়েছে ড্র।

নারী বিসিএলের তৃতীয় দিনে আজ সকালেই সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের অধিনায়ক। সেন্ট্রাল জোনের হয়ে তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে।

১২৫.৫ ওভারে ৮ উইকেটে ৩৮৭ রান তুলতেই ইনিংস ঘোষণা করেন নিগার। ২৫৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২০টি চার ও ২টি ছক্কায়।

একুশে সংবাদ/ এস কে



 

Link copied!