AB Bank
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫৩ এএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

তিন ফরম্যাটের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে শ্রীলঙ্কা দল। কয়েকদিন আগে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। এবার চমক দিয়ে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে তারা।কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রথমবার শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ইশান মালিঙ্গা। এখন পর্যন্ত ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে তিনি ২০ উইকেট নিয়েছেন। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার সংগ্রহ ৩৯ উইকেট। একই শ্রেণির ১৩টি টি-টোয়েন্টিতে মালিঙ্গার উইকেট সংখ্যা ১৩।

১৭ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ফাস্ট বোলার লাহিরু কুমারা। নতুন ঘোষিত দলে বাদ পড়েছেন দুশান হেমান্থা, কুশাল পেরেরা, সাদিরা সামারাবিক্রামা ও দিলশান মাদুশাঙ্কা।

গত সিরিজে এক বছর পর লঙ্কানদের ওয়ানডে দলে ডাক পান কুশাল পেরেরা। তবে এক ম্যাচেও খেলা হয়নি তার। কিউইদের বিপক্ষে সফরের টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও ওয়ানডে দল নিশ্চিত করেন বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে।

আগামী ৫, ৮ এবং ১১ জানুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচে। খেলাগুলো হবে যথাক্রমে ওয়েলিংটন, হ্যামিল্টন এবং অকল্যান্ডে।


শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষকা ফার্নান্দো, নিশান মাদুশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, লাহিরু কুমারা ও ইশান মালিঙ্গা।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!