AB Bank
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৪৫ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকা

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগে রোববার ৫-১ গোলের জয়ের ম্যাচটিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে বেশ কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্সেনালের তারকা স্ট্রাইকার বুকায়ো সাকা। আর্সেনাল বস মিকেল আর্তেতার জন্য যা অনেক বড় দু:শ্চিন্তান বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

ইংলিশ এই উইঙ্গার সেলহার্স্ট পার্কে রোববার প্রথমার্ধের মাঝামাঝি সময় মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে মাঠে নামেন লিনড্রো টোসার্ড।ম্যাচের পরপরই এক সংবাদ সম্মেলনে আর্তেতা বলেছেন, ইনজুরির মাত্রা দেখে খুব একটা ভাল মনে হচ্ছেনা। হয়তো কয়েক সপ্তাহের জন্য সাকা ছিটকে যেতে পারেন। 

আর্তেতা আরো বলেছেন ২৩ বছর বয়সী সাকার অনুপস্থিতি তাকে দল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইতোমধ্যেই সাকা এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৯টি গোল ও ১৩টি এ্যাসিস্ট করেছেন।

আর্তেতা বলেন, ‘অবশ্যই সে আমাদের দলের সবচেয়ে বড় খেলোয়াড়। সাকা দলে থাকলে যে প্রভাব পড়ে তা সকলেই দেখেছে। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে কাজ করতে হয় সেটাও প্রত্যেকে জানার সুযোগ পাচ্ছে। ইতোমধ্যেই এবারের মৌসুমে আমরা অনেক কিছু পেয়েছি।’

আর্তেতা জানিয়েছেন ইনজুরির মাত্রা দেখে সাকা বেশ হতাশ হয়ে পড়েছেন।সাকার পাশাপাশি দলের আরেক উইঙ্গার রাহিম স্টার্লিংও হাঁটুর ইনজুরিতে পড়ে কয়েক সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন বলে আর্তেতা নিশ্চিত করেছেন।গানার্স বস জানিয়েছেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলে নতুন কোন উইঙ্গারকে অন্তর্ভূক্ত করা হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

সেলহার্স্ট পার্কের ম্যাচ শেষে সাকাকে ক্র্যাচে ভর করে মাঠ ছাড়তে দেখা গেছে।

শুক্রবার তৃতীয় স্থানে থাকা আর্সেনাল এবারের লিগে শুরু থেকেই ধুকতে থাকা নতুন দল ইপসউইচের মুখোমুখি হবে। মৌসুম শেষ হবার আগে সাকার দলে ফেরা নিয়ে দারুন আশাবাদী আর্তেতা, ‘এটা একজন খেলোয়াড়ের খেলারই একটি অংশ। একটা পর্যায়ে এসে খেলোয়াড়রা ইনজুরিতে পড়বেই। তবে সেটার মাত্রা গুরুতর হলে তা দু:খজনক। সাকার ইনজুরিটা আরো বাজে হতে পারতো। এমনও হতে পারতো এ কারনে তাকে বছরখানেক বিশ্রামে থাকতে হতো।’

আর্তেতা জানিয়েছেন সাকার অনুপস্থিতিতে কিভাবে পরিস্থিতি সামলে ওঠা যায় সে ব্যপারে তিনি খেলোয়াড়দের কিছু কৌশলের কথা বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই এই ধরনের পরিস্থিতি এবারের মৌসুমে সামলে উঠেছি। মার্টিন ওডেগার্ডসহ পাঁচ/ছয়জান ডিফেন্ডার দলে অনুপস্থিত আছে। আমাদের এই সমস্যা থেকে পরিত্রানের পথ খুঁজে বের করতে হবে। ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামতে হবে।’

ব্যস্ত সূচি কি সাকার ইনজুরির পিছনে মূল কারন কিনা এমন প্রশ্নের উত্তরে আর্তেতা বলেন, বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে কাজের চাপ নেয়াটাই এই ধরনের ইনজুরির মূল কারন। উদাহরণ হিসেবে বলা যায় সাকা ও ডিক্লান রাইস মিলে দুই মৌসুমে ১৩০টিরও বেশী ম্যাচ খেলেছে। এভাবে চলতে থাকলে যে কেউই ইনজুরিতে পড়তে বাধ্য।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!