AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছিটকে গেলেন শামি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১০ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
ছিটকে গেলেন শামি

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুই টেস্টে আর খেলা হচ্ছেনা ভারতীয় পেসার মোহাম্মদ শামির। ভারতের মেডিকেল টিম এই তথ্য নিশ্চিত করেছে।তিন ম্যাচ পর সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে। প্রথম তিন টেস্টেও খেলেননি শামি। কিন্তু বক্সিং ডে টেস্টে ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহর সাথে দলে যোগ দেবার কথা ছিল শামির।

ডান-হাতি এই পেসার সুস্থতার পথে রয়েছেন। ডান পায়ের অস্ত্রোপচার শেষে ঘরোয়া কিছু ম্যাচও খেলেছেন। কিন্তু বেশ কয়েক মাস যাবত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে রয়েছেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বোলিংয়ে অতিরিক্ত চাপের কারনে শামির বাম হাঁটুতে সামান্য ইনজুরি ধরা পড়েছে। তবে দ্রুতই সে সেটা কাটিয়ে উঠতে পারবে।’

ভারতীয় সমর্থক ও সমালোচকরা আশা করেছিল এই সফরেই বুমরাহর সাথে যোগ দিতে পারবেন শামি। তার প্রজন্মে সামিকে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়।

অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই বুমরাহ ম্যাচ-টার্নিং পারফরমেন্স দিয়ে সকলের নজড় কেড়েছেন। কিন্তু সমালোচকদের মতে শামির অনুপস্থিতিতে অপর প্রান্ত থেকে বুমরাহ খুব একটা সহযোগিতা পাচ্ছেন না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বর্তমান মেডিকেল পর্যবেক্ষনে বিসিসিআই’র মেডিকেল টিম বাম হাঁটুতে কিছুটা সমস্যা দেখতে পেয়েছে। অতিরিক্ত কাজের চাপে এমনটা হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। যে কারনে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই টেস্টের জন্য শামিকে আর বিবেচনা করা হয়নি।’

এর আগে তৃতীয় টেস্টের পর ভারতীয় তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বীন হঠাৎ করেই অবসরের ঘোষনা দেন।

এদিকে অস্ট্রেলিয়া দলে প্রথমবারের মত ডাকা হয়েছে টিনএজ ওপেনার স্যাম কোনস্টাসকে। ১৯ বছর বয়সী এই ওপেনারের ৩৮ বছর বয়সী অভিজ্ঞ উসমান খাজার সাথে ইনিংসের শুরুতে নামার কথা রয়েছে।

 

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!