AB Bank
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এনসিএল চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল রংপুর


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:৫২ এএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
এনসিএল চ্যাম্পিয়ন হয়ে যত টাকা পেল রংপুর

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। লো স্কোরিং ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে দলটি। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে ট্রফির পাশাপাশি বড় অংকের অর্থ পুরস্কার পেয়েছে রংপুর। 

এনসিএলের শিরোপা জিতে ২০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছে রংপুর বিভাগ। এছাড়া রানারআপ ঢাকা মেট্রো পেয়েছে ১০ লাখ টাকা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য দেখিয়েও অর্থ পুরস্কার পেয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট সেরা হয়ে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছেন ঢাকা মেট্রোর আবু হায়দার রনি। ১০ ম্যাচে ১২৩ রান করার পাশাপাশি ১৩টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

সেরা রান সংগ্রাহকের পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা পেয়েছেন নাঈম শেখ। মেট্রোর অধিনায়ক ১০ ম্যাচে ৩১.৬০ গড় এবং ১৩৫.০৭ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৩১৬ রান করেছেন। বল হাতে ৯ ম্যাচে ১৯ উইকেট শিকার করে সেরা বোলারের পুরস্কার জিতেছেন রংপুরের আলাউদ্দিন বাবু। তিনিও পেয়েছেন ৫০ হাজার টাকা।

ফাইনাল ম্যাচে ১২ রানে দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ফাইনাল সেরার পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন তিনি।

একুশে সংবাদ/ এস কে

Link copied!