AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির কারণে পিএসজিতে যান নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩০ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
মেসির কারণে পিএসজিতে যান নেইমার

ইতিহাসে জায়গা করে নিতে একটি আত্মত্যাগই যথেষ্ট। ২০১৭ সালে তোলপাড় করা একটি দলবদল দেখেছে ফুটবলবিশ্ব। বার্সেলোনা ছেড়ে ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে গিয়েছিলেন ব্রাজিল ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মেসির জন্য বার্সাতে জায়গা ছেড়ে দিয়ে এসেছিলেন পিএসজিতে।এখন পর্যন্ত সেটিই দলবদলের ইতিহাসে বিশ্ব রেকর্ড। বার্সার মতো সফল ও তারকাবহুল ক্লাব ছেড়ে নেইমার পিএসজিতে গেলেন, তা নিয়েও আলোচনা হয়েছে অনেক।

নেইমারের বাবা নেইমার সিনিয়রের কথায় এমনটা চাউর হচ্ছে মেসির জন্য তার আত্মত্যাগের কাহন। ‘সে সময় বার্সেলোনায় কঠিন একটি সময় পার করতে হয়েছিল আমাদের। আমরা তখনও জানতাম না, বার্সা কর্তৃপক্ষ ঠিক কী করতে যাচ্ছে। আমাদের মনে হয়েছিল, বার্সা কর্তৃপক্ষ চাইছিল মেসির জায়গাটি নেইমার নিয়ে নিক। কিন্তু নেইমার সেটা মোটেই মেনে নিতে পারেনি।
এ কারণেই সে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেয়। আমি চাইছিলাম, আমার ছেলে শেষ দিন পর্যন্ত বার্সাতেই থাকুক। আমরা তার চলে যাওয়া আটকানোর চেষ্টাও করেছিলাম। কিন্তু সে বার্সা ছেড়ে দেয়, কারণ সে কিছুতেই দলে মেসির জায়গা নিতে চাইছিল না এবং মেসিকে সরিয়ে সে বার্সার তারকা হতে চায়নি।’

Would Neymar be better off if Messi leaves Barcelona?

ব্রাজিলের জনপ্রিয় পডকাস্টার চ্যানেল ‘জোতা জোতা’য় এক সাক্ষাৎকারে সাত বছর আগে নেইমারের বার্সা ছেড়ে প্যারিস যাওয়ার আসল কারণটি বলেন তার বাবা সিনিয়র নেইমার। রিয়াল মাদ্রিদ তিন গুণ অর্থে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে মেসির সঙ্গে খেলার ইচ্ছা ও বার্সার জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন নিয়েই নেইমার সে সময় কাতালান ক্লাবটিতে নাম লেখান। ক্লাব ফুটবলের সেই বিখ্যাত ত্রয়ী ‘এমএসএন’ এর আধিপত্য দেখেছে ফুটবল প্রেমিকরা। মেসির প্রতি তার প্রচণ্ড ভালোবাসার কারণেই মাঠের বাইরে যতই ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা থাকুক না কেন, মেসি-নেইমারের মধ্যে কোনও প্রভাব পড়েনি। 

নেইমার চলে আসার চার বছর পর বার্সায় অস্বস্তিতে পড়লে মেসিকে প্যারিসে নিয়ে আসার কাজটি সফলভাবে করেছিলেন। প্যারিস ছাড়ার পর বর্তমানে সৌদি ক্লাব আল হিলালে রয়েছেন নেইমার। আগামী জুনে সেই চুক্তি শেষ হয়ে যাবে। তাইতো শোনা যাচ্ছে, আগামী মৌসুমে নেইমারকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে নিয়ে আসবেন মেসি। এতে মায়ামিতে ফের দেখা যাবে সেই মেসি-নেইমার- সুয়ারেজ ত্রয়ীকে। নেইমার এরই মধ্যে ২ কোটি ২৬ লাখ ডলারে বাড়ি কিনেছেন মায়ামিতে।

 

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!