২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেছেন অস্কার। এরপর দুই বছর খেলেছেন ক্লাবটির মূল দলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় তিনি কাটিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতে। সেখানে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ২০৩ ম্যাচ, গোল করেছেন ৩৮টি। এই সময়ে প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরো কাপ জিতেছেন অস্কার।
এরপর গত আট মৌসুম তিনি কাটিয়েছেন চীনের ক্লাব সাংহাই পোর্টে। চাইনিজ সুপার লিগের শিরোপার স্বাদ পেয়েছেন তিনবার। সবশেষে এবার তিনি যোগ দিলেন নিজের পুরোনো ঠিকানায়।
২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ৪৮টি ম্যাচ খেলেছেন অস্কার। কিন্তু জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ার আর লম্বা করতে পারেননি। মাত্র পাঁচ বছরেই শেষ হয় তার জাতীয় দলের ক্যারিয়ার। ২০১৬ সালের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি।
নিজের পুরোনো ঠিকানায় ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্কার। ‘ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম, ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :