বক্সিং ডে টেস্ট খেলতে নেমে সব আলো কেড়ে নিলেন ১৯ বছরের স্যাম কনস্টাস। শক্তিশালী ভারতকে পেয়ে মেলবোর্নের ৯০ হাজার দর্শকের সামনে নিজের প্রতিভা দেখাতে একটুও সময় নেননি এই ব্যাটসম্যান।টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওপেনিং সমস্যা চলছে গত বছরের শুরুতে ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর থেকেই। স্টিভেন স্মিথকে দিয়ে কাজ হয়নি। ন্যাথান ম্যাকসুয়েইনি ব্যর্থ হয়েছেন নিজের প্রতিভা দেখাতে। সেদিক থেকে স্যাম কনস্টাসের ইনিংসটা বেশ বিনোদনই দিয়েছে সবাইকে। মেলবোর্নে খেলেছেন ৬৫ বলে ৬০ রানের ইনিংস।
তবে এখানেই শেষ হচ্ছে না তার এমন ইনিংসের কীর্তি। জাসপ্রিত বুমরাহ চলতি সিরিজে ত্রাস হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য। তাকেই রীতিমত শাসন করেছেন ১৯ বছরের এই ব্যাটার। বুমরাহকে টেস্ট ক্রিকেটে প্রায় তিন বছর এবং ৪ হাজার ৪৮৩ বল পর ছয় হজমের তিক্ততা উপহার দিয়েছেন সিডনি থেকে উঠে আসা এই ক্রিকেটার। সঙ্গে নিজের ঝুলিতে পুরেছেন আরো কিছু রেকর্ড।
মাঠে নেমেই একটা রেকর্ড গড়ে রেখেছিলেন কনস্টাস। মাত্র ১৯ বছর ৮৫ দিন বয়সে টেস্ট খেলতে নেমে হয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ ওপেনিং ব্যাটার। ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিনে অভিষেক হয় ইয়ান ক্রেইগের। সেটাই এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের ঘটনা।
এরপরেই আছেন বর্তমান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ২০১১ সালে ১৮ বছর ১৯৩ দিনে অভিষেক ঘটে কামিন্সের। কাকতালীয়ভাবে এবারেও প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকাই।
টেস্টে জাসপ্রীত বুমরাকে সবচেয়ে ব্যয়বহুল ওভার উপহার দিলেন স্যাম কনস্টাস। ১ ছক্কা ও ২ চারে নিয়েছেন ১৮ রান। ক্যারিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি বুমরার। আজকের আগে টেস্টে দুবার এক ওভারে সর্বোচ্চ ১৬ রান খরচ করেছিলেন বুমরা। ২০২০ সালে মেলবোর্নে নাথান লায়ন ও হশ হ্যাজলউড মিলে যা করেছিলেন। পরের ১৬ রানের ওভারটা এ বছর ফেব্রুয়ারিতে। বিশাখাপত্তমে ইংল্যান্ডের জ্যাক ক্রলি ওই ১৬ রান নিয়েছিলেন চারটি চারে।
টেস্ট অভিষেকে কোনো অস্ট্রেলিয়ানের এটি তৃতীয় দ্রুততম অর্ধশতক। অজিদের হয়ে টেস্ট অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড রয়েছে কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে মাত্র ৪৬ বলে ফিফটি করেন গিলক্রিস্ট। তালিকায় এর পরে আছেন বাঁহাতি অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার। ২০১৩ সালে অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঠিক ৫০ বলে অর্ধশতকের দেখা পান তিনি। আর ৫২ বলে ফিফটি করে আজ এই তালিকার তিনে উঠে এলেন কনস্টাস।
মেলবোর্নে কনস্টাসের স্ট্রাইক রেট। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে এক নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ। পেছনে ফেলেছেন পৃথ্বী শ এর রেকর্ড। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম ব্যাট করতে নেমে ১৫৪ বলে ১৩৪ রানের ইনিংসে পৃথ্বী শর স্ট্রাইক রেট ছিল ৮৭.০১।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :