মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় আগামী ২৭ ডিসেম্বর ২০২৪ হতে ০৩ জানুয়ারী ২০২৫ পর্যন্ত শাহজালাল ইসলামী ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা ২০২৪ এর আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান খাঁন (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর জনাব জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল), শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোসলেহ উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব এম. এম. সাইফুল ইসলাম, বিটিএফ কার্যনির্বাহী কমিটির যুগ্ম টুর্নামেন্ট রেফারী ও বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আহেম্মেদ জিয়াউর রহমান (শাহীন), কোষাধ্যক্ষ জনাব এম এ জিন্নাহ, যুগ্ম-সম্পাদক জনাব মুয়াম্মার আহমদ, নির্বাহী কমিটির সদস্য জনাব এম. ফরিদ আহমেদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনূর্ধ্ব-১৮ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৮ বছর, বালক একক অনূর্ধ্ব-১৪ বছর, বালিকা একক অনূর্ধ্ব-১৪ বছর ইভেন্ট অন্তর্ভূক্ত থাকবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রাপ্ত এন্ট্রি অনুযায়ী অংশগ্রহণকারী ক্লাব/সংস্থা সমূহের তালিকা : জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, অফিসার্স ক্লাব, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, উত্তরা ক্লাব , ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স - রাজশাহী, নওগাঁ টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, নেত্রকোনা টেনিস ক্লাব, সেনাবাহিনী অফিসার্স ক্লাব, নরডিক ক্লাব, আমেরিকান ক্লাব, ইন্টারন্যাশনাল ক্লাব, ডাচ ক্লাব, বাগেরহাট টেনিস ক্লাব, , পুলিশ মেস অফিসার্স ক্লাব, আজিমপুর কমিউনিটি সেন্টার টেনিস ক্লাব, বোট ক্লাব, উত্তরা ফ্রেন্ডস ক্লাব, মুন্সীগঞ্জ টেনিস ক্লাব, গুলশান ক্লাব, কাস্টমস ক্লাব, প্রো টেনিস একাডেমি, ইমপেক্ট টেনিস একাডেমি, বাগেরহাট টেনিস ক্লাব মোট ৩০ টি ক্লাব/সংস্থা হতে মোট ২১০ জন খেলোয়াড় এন্ট্রি প্রেরণ করেছে।
প্রতিযোগিতাটি সুষ্ঠ ও সুন্দরভাবে আয়োজনের জন্য টুর্নামেন্ট কমিটি, অফিসিয়েটিং কমিটি, টেনিস কোর্ট ও আবাসন উপ-কমিটিসহ সকলে সর্বাত্মক সহযোগিতা করছেন। প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজনের জন্য ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির কনভেনর জনাব শফিকুল ইসলাম সরকার (সোহেল) কে টুর্নামেন্ট ডিরেক্টর মনোনিত করা হয়েছে এবং প্রতিযোগিতার টুর্নামেন্টে রেফারী হিসেবে দায়িত্ব পালন করবেন বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্য ও অফিসিয়েটিং কমিটির মেম্বার ইনচার্জ জনাব আহমেদ জিয়াউর রহমান । প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ঢাকার বহিরাগত খেলোয়াড় ও প্রশিক্ষকগণের ফেডারেশনের অভ্যন্তরে আবাসন ও তিন বেলার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও প্রশিক্ষকদের দুপুরের খাবারের ব্যবস্থা ফেডারেশনের ব্যবস্থাপনায় সরবরাহ করা হবে। প্রতিযোগিতা উপলক্ষে পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত ও মহিলা দ্বৈত ইভেন্টে মোট টাকা ৩,৩৫,০০০/- (তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার) মাত্র নগদ প্রাইজমানি প্রদান করা হবে। এছাড়াও সকল ইভেন্টের বিজয়ী খেলোয়াড়দের ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ৩:৩০ টায় জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় অনুষ্ঠিত হবে। পূর্বানী গ্রুপ এর চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধনী ঘোষণা করবেন এবং শাজালাল ইসলাম ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা প্রদান করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কে বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :