AB Bank
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাশরাফীর বিপিএল খেলা নিয়ে সিলেটর কোচ যা জানালেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৬:২৪ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৪

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে  নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু বাংলাদেশের এই পেসারের বিপিএলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। মাশরাফীর বিপিএল খেলা নিয়ে এবার মুখ খুলেছেন সিলেটের হেড কোচ মাহমুদ ইমন।  

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমন বলেন, সে এখনও আমাদের স্কোয়াডে আছে। কারণ, এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফী। পরিস্থিতির ওপর নির্ভর করছে (তার খেলার বিষয়), ও কী অনুভব করছে এবং ফিটনেসের অবস্থা কী এসবও বিবেচনায় থাকছে। সে যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে।

বিপিএল শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু মাশরাফীকে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সিলেট। তাই মাশরাফীর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাওয়া হয় এই কোচের কাছে। জবাবে তিনি বলেন, কথাবার্তা চলতেছে। কিন্তু পরিস্থিতির ওপর নির্ভর করছে সব। তার ফিটনেসের অবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ।

মাশরাফীর ফিটনেস নিয়ে ইমন বলেন, যতক্ষণ পর্যন্ত ফিট হবে না খেলার জন্য, আমরা মনে করি ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না মাশরাফীকে। আমরা ওর জন্য অপেক্ষা করব। এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে। তারপরও একটা নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকব।

সিলেট স্টাইকার্সের স্কোয়াড

তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জর্জ মুনসি, পল স্টার্লিং, রনি তালুকদার, মাশরাফী বিন মোর্ত্তজা, জাওয়াদ আবরার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি।


একুশে সংবাদ/ এস কে

Link copied!