AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের কাছে হারলো শ্রীলংকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৪
নিউজিল্যান্ডের কাছে হারলো শ্রীলংকা

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৭৩ রানের জবাবে উদ্বোধনী জুটিতে ৮১ বলে ১২১ রান তুলে ম্যাচ জয়ের পথ তৈরি করে ফেলেছিলো শ্রীলংকা। কিন্তু ১৪তম ওভার থেকে ব্যাটিং ধসে ৪৩ রানে ৮ উইকেট হারিয়ে জয়ের সুযোগ হাতছাড়া করে লংকানরা। ফলে সিরিজের প্রথম ম্যাচে ৮ রানের জয় পায় নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকার পেসার বিনুরা ফার্নান্দো ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার তোপের মুখে পড়ে ৬৫ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। এসময় ২টি করে উইকেট নেন বিনুরা ও হাসারাঙ্গা।

দশ ওভারের মধ্যে ব্যাটিং লাইন-আপের অর্ধেক উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন মিচেল ও ব্রেসওয়েল। আগ্রাসী ব্যাটিংয়ে শ্রীলংকার বোলারদের চাপে ফেলেন তারা। এতে সহজেই নিউজিল্যান্ডের রান ১শ ও দেড়শ স্পর্শ করে।

ইনিংসের ১৮তম ওভারে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মিচেল ও ব্রেসওয়েল। মিচেল ৩৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম এবং ব্রেসওয়েল ২৮ বলে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন। ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ষষ্ঠ উইকেট জুটিতে ৬০ বলে ১০৫ রান যোগ করেন মিচেল ও ব্রেসওয়েল। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

৪টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে মিচেল ৬২ এবং ৪টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৫৯ রান করেন ব্রেসওয়েল। ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। বিনুরা, হাসারাঙ্গা ও মহেশ থিকশানা ২টি করে উইকেট নেন।

১৭৩ রানের জবাবে ৮০ বলে ১২১ রানের সূচনা করেন শ্রীলংকার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ১০ উইকেট হাতে নিয়ে শেষ ৪০ বলে ৫২ রান দরকার ছিল লংকানদের।

এরপর নিউজিল্যান্ড বোলারদের দারুণ বোলিংয়ে শ্রীলংকার ব্যাটিং লাইন আপে ধ্বস নামে। ৪৩ রানে ৮ উইকেট হারিয়ে জয়ের সুযোগ হাতছাড়া করে শ্রীলংকা। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান পর্যন্ত করে লংকানরা।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৯তম ওভারে আউট হন নিশাঙ্কা। ৭টি চার ও ৩টি ছক্কায় ৬০ বলে ৯০ রান করেন তিনি। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪৬ রান করেন কুশল। এছাড়া শ্রীলংকার আর কোন ব্যাটাররাই দুই অংকে পা রাখতে পারেনি।

নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ৩টি, ম্যাট হেনরি ও জ্যাক ফউকস ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ডাফি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে একই ভেন্যুতে আগামী ৩০ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!