AB Bank
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৭ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দর্শকদের জন্য থাকছে প্রতিদিন ই-বাইক জেতার সুযোগ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:২৪ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
দর্শকদের জন্য থাকছে প্রতিদিন ই-বাইক জেতার সুযোগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে সোমবার। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের এ মৌসুমে দর্শকদের জন্য থাকছে প্রতিদিন ই-বাইক জেতার সুযোগ।রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেয়ার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবারের বিপিএলে দর্শকদের জন্য ভিন্ন কিছু থাকবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে মাঠে থাকা দর্শকদের জন্য র‍্যাফেল ড্র’র মাধ্যমে প্রতিদিন একটি করে ই-বাইক পুরস্কার দেওয়ার ঘোষণা এসেছে।

লিগ পর্বের প্রতিটি ম্যাচ ডে’তে দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। এই ড্র’র মাধ্যমে বেছে নেয়া হবে একজন সৌভাগ্যবান দর্শক, যিনি জিতবেন একটি রেভো ই-বাইক।

প্লে-অফ ম্যাচগুলোতে পুরস্কারের সংখ্যা আরো বাড়বে। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের দিন পাবেন ২ জন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাবেন ২ জন। ফাইনাল ম্যাচের দিন পাবেন ৩ জন।

বিপিএলের এই আসর চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৪টি ম্যাচ ডে’তে দর্শকরা উপভোগ করতে পারবেন খেলাসহ এই দারুণ পুরস্কারের সুযোগ। ক্রিকেট ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে অসাধারণ খবর। তাই আয়োজকরা আশা করছেন, দর্শকরা মাঠে এসে খেলা দেখার পাশাপাশি এই র‍্যাফেল ড্র’তে অংশ নেবেন।
 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!