AB Bank
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৭ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের মনোনীতদের নাম প্রকাশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৫৩ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের মনোনীতদের নাম প্রকাশ

আইসিসি থেকে শুরু হয়ে গিয়েছে বছরের সেরা ক্রিকেটার নির্বাচনের প্রক্রিয়া।আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও ভারতের অর্শদীপ সিং। আগামীকাল সোমবার (৩০ ডিসম্বর) থেকে শুরু হবে ভোটিং পর্ব, যেখানে আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা অংশ নিতে পারবেন। আইসিসি 

এ বছরের তালিকায় দ্বিতীয়বারের মতো জায়গা পেয়েছেন রাজা, যিনি ২৪ ম্যাচে ৫৭৩ রান ও ২৪ উইকেট শিকার করেছেন। তার নেতৃত্বে জিম্বাবুয়ে এই বছর শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পরাজিত করেছে।

বাবর আজমও ২৪ ম্যাচে ছয়টি ফিফটিতে ৭৩৮ রান করে তালিকায় জায়গা পেয়েছেন। পাকিস্তানের হয়ে এই বছর আর কেউ এত রান করতে পারেনি।

অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পেয়েছেন। তিনি ১৫ ম্যাচে ৫৩৯ রান করেন, যার মধ্যে ছিল একটি অসাধারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।

ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং ১৭ উইকেট নিয়ে গত বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বছর শেষে ১৮ ম্যাচে ৩৬ উইকেট শিকার করেন, যা তাকে এই তালিকায় স্থান দিয়েছে।

মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের তালিকায় আছেন আয়ারল্যান্ডের অরলা প্রেন্ডারগাস্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!