আসরের উদ্বোধনী দিনে দর্শকরা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছে। গাড়ি দিয়ে স্টেডিয়ামে আসা খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বিক্ষোভরতদের বাধার সম্মুখীন হন।সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে দর্শকরা ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন। এরপর প্রধান ফটকেও ভাঙচুর শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। লোহার গেট ভেঙে ফেলেন তারা।
পরিস্থিতি সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। পরে মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা।
বিপিএলের টিকিট নিয়ে লম্বা সময় ধরে কিছুই জানতে পারছিলেন না দর্শকরা। পরে গত রোববার মিরপুরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কিছু সমর্থক। তারা সকলে ভুয়া ভুয়া বলে দুয়ো দিতে থাকেন।
বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা। তবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হচ্ছে না। মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। তাছাড়া বিপিএলের টিকেট অনলাইনেও পাওয়া যাচ্ছে।
এবারের আসরে সর্বনিম্ন ২০০ টাকা দিয়ে বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত। ম্যাচগুলোর টিকিট দর্শকরা কিনতে পারবেন অফলাইন-অনলাইন, দুই উপায়েই।শেরে বাংলা স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :