বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। এই ম্যাচে আগে ব্যাট করে ঢাকাকে ১৯২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রংপুর।সোমবার (৩০ ডিসেম্বর ) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ২০ রানে ২ উইকেট হারায় তারা। ৭ বলে ১৪ রান করে টেইলর আউট হলে ৬ বলে ৫ রান করে তাকে সঙ্গ দেন অ্যালেক্স হেলস।
তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন সাইফ হাসান। তাকে সঙ্গ দেন ইফতেখার। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে রংপুর। তবে ফিফটি তুলতে পারেননি সাইফ। ৩৩ বলে ৪০ রান করে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।
এক রানের জন্য ফিফটি তুলতে পারেননি ইফতেখারও। ৩৮ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন খুশদিল শাহ। তাকে যোগ্য সঙ্গ দেন নুরুল হাসান সোহান। ১১ বলে ২৫ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন রংপুর অধিনায়ক।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি সাইফউদ্দিন। মুকিদুলের বলে ডাক আউট হয়ে ফেরেন তিনি। শেষ পর্যন্ত খুশদিল শাহ ২৩ বলের অপরাজিত ৪৬ রানে ভর করে ১৯১ রানের বড় পুঁজি পেয়েছে রংপুর।
ঢাকা ক্যাপিটালসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন আলাউদ্দিন বাবু। এ ছাড়াও মুকিদুল ইসলাম দুটি এবং মোস্তাফিজ একটি করে উইকেট শিকার করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :