বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিন মাঠে নামছে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং কিংস।খুলনা টাইগার্সের হয়ে ওপেনিংয়ে নাইম শেখ এবং উইলিয়াম বসিস্টো ৩৭ রানের জুটি গড়েন। নাঈম সাজঘরে ফিরলেও অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের স্কোর বাড়িয়ে নেয়ার কাজটা করছেন বসিস্টো।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনার সংগ্রহ ১৫ ওভারে তিন উইকেটে ১১৭ রান। বসিস্টো ৫১ রানে ক্রিজে আছেন।
চতুর্থ ওভারে খালেদ আহমেদের বলে নাঈম দুটি ছক্কা এবং একটি চারে ১৭ রান নেন। এরপরের ওভারেই অবশ্য তাকে প্যাভিলিয়নে ফেরান আলিস আল ইসলাম। ফুল লেংথের ডেলিভারিকে অফসাইডে চিপ করতে গিয়ে লং অফে ধরা পড়েনম। ছক্কা মেরে এবারের বিপিএলে রানের খাতা খোলা নাঈমের ব্যাটে আসে ১৭ বলে ২৬ রান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :