বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। নিজেদের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নেমেছে তারা। দলের ম্যাচ দেখতে মিরপুরে উপস্থিত হয়েছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী এবং মেন্টর শাহিদ আফ্রিদি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চিটাগং। খেলা শুরু হলে মাঠে প্রবেশ করেন আফ্রিদি ও সামির কাদের চৌধুরী। তাদের জন্য রাখা নির্ধারিত স্থানে বসে খেলা দেখতে থাকেন।
এবারের বিপিএলে চিটাগং কিংসের মেন্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহিদ আফ্রিদি। গত রোববার ঢাকায় এসে বাংলাদেশের মানুষের প্রতি বাংলা ভাষায় নিজের আগমন বার্তা জানান দেন তিনি। নিজের গাড়িতে বসে ছোট্ট একটি ভিডিওতে আফ্রিদি বলেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’
বিপিএলে ২০১২ সালে প্রথম আসরে খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। সব মিলিয়ে বিপিএলের ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংস খেলে ১৫০.৯৮ স্ট্রাইক রেটে রান করেছেন মোট ৫৩৯।
তবে বল হাতে ৪৫ ম্যাচের সবগুলোতেই বোলিং করে ৫৭টি উইকেট পেয়েছেন বিপিএলে। চার উইকেট পেয়েছেন তিনবার। সবমিলিয়ে ৩২৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৩৯৯ রানের পাশাপাশি ৩৪৭টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :