AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন বছরের শুরুতেই নজির বুমরাহর!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৫৩ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
নতুন বছরের শুরুতেই নজির বুমরাহর!

আইসিসির পুরুষ টেস্ট বোলিংয়ের ক্রমতালিকায় রেকর্ড গড়লেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। নতুন বছরের শুরুতেই বড় সুখবর পেলেন ভারতীয় পেসার। ভারতীয় বোলারদের মধ্যে সর্বকালের সব থেকে বেশি রেটিং পেলেন টেস্টে, জসপ্রীত বুমরাহ। মেলবোর্ন টেস্টে দুরন্ত পারফরমেন্সের পর আইসিসির রেটিংয়ে উন্নতি হল জাস্সির।

টেস্ট ক্রমতালিকায় এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহর নতুন রেটিং দাঁড়াল ৯০৭ পয়েন্ট। এর আগে তাঁর সর্বোচ্চ রেটিং ছিল ৯০৪। ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনেরও সর্বোচ্চ টেস্ট রেটিং ছিল ৯০৪। এবার জসপ্রীত বুমরাহ টেস্ট ফরম্যাটে বোলারদের মধ্যে নিজের এবং সদ্য প্রাক্তন হওয়া অশ্বিনের রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন। এদিকে বোলারদের তালিকায় দশে রয়েছেন জাদেজা।

আইসিসির তরফে ভারতীয় পেসারের নাম ইতিমধ্যেই স্যার গ্যারি সোবার্স ট্রফি এবং টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন বোলার সিডনি বার্নেসের ৯৩২ পয়েন্ট. জর্জ লহম্যানের ৯৩১ পয়েন্ট সর্বকালের টেস্টের ইতিহাসে সেরা বোলার রেটিং। এরপর রয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের ৯২২ রেটিং। এরপর রয়েছে মুত্থাইয়া মুরলিধরণ ৯২০ পয়েন্টে।

অস্ট্রেলিয়ার প্যাট কামিনস এবং প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রার সর্বোচ্চ রেটিং ছিল  ৯১৪ পয়েন্ট। মেলবোর্নে দুরন্ত পারফরমেন্সের পর কামিন্সেরও রেটিং বেড়েছে। বোলারদের মধ্যে তিনি উঠে এসেছেন তিন নম্বরে। অলরাউন্ডারদের তালিকাতেও প্যাট কামিন্স নিজের কেরিয়ারের সেরা তৃতীয় স্থানে উঠে এসেছেন। এর আগে ২০১৯ সালে অলরাউন্ডারদের মধ্যে কামিন্স পঞ্চম স্থানে জায়গা পেয়েছিলেন। মেলবোর্নে কামিন্সের ৪৯ এবং ৪১ রানের স্কোর, তাঁকে ব্য়াটারদের তালিকায় ৯৭ নম্বরে জায়গা করে দিয়েছে।

ব্যাটারদের মধ্যে ভারতের ওপেনার যশস্বী জসওয়াল রয়েছেন টেস্টের চার নম্বর স্থানে, তাঁর প্রাপ্ত পয়েন্ট ৮৫৪। এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, দুই নম্বরে জায়গা করে নিয়েছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম দশে যশস্বী ছাড়া আর কোনও ভারতীয় জায়গা পাননি, পন্ত রয়েছেন ১২ নম্বরে। বিরাট কোহলি রয়েছেন ২৪ নম্বরে, ৪০ নম্বরে রোহিত শর্মা।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!