পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তালিকায় নিবন্ধন করেছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তান সুপার লিগ নিজেদের প্ল্যাট ফর্ম এক্সে জানিয়েছে, ‘রোমাঞ্চকর একটা বছর শেষ করে অজি পাওয়ার হাউজ ডেভিড ওয়ার্নার পিএসএল ড্রাফটে নিবন্ধন করেছেন।’
পিএসএলের দশম মৌসুম শুরু হবে আগামী ৮ এপ্রিল। চলবে ১৯ মে পর্যন্ত। তার আগে ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় তারকারা এরই মধ্যে ড্রাফটে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ওয়ার্নার ছাড়াও আছেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি।
পিএসএল ড্রাফটে নাম লেখানোর আগে ক্যারিয়ারে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ওয়ার্নার। অভিজ্ঞ এই ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ নিলামে নাম লেখালেও অবিক্রিত থেকেছেন।
সাবেক অজি ওপেনার এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া সুপার এইট থেকে বিদায় নিলে তখনই অবসরের ঘোষণা দেন তিনি। টুর্নামেন্টে সাত ম্যাচে তার রান ছিল ১৭৮। ফিফটিও ছিল দুটি। ভারতের বিপক্ষে ম্যাচটা ছিল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
১১২ ম্যাচের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে তার রান ৮ হাজার ৭৮৬। গড় ৪৪.৫৯। যেখানে ২৬ সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ার সেরা স্কোর ৩৩৫। ১৬১ ওয়ানডেতে তার সংগ্রহ ৬ হাজার ৯৩২। গড় ৪৫.৩০। সেঞ্চুরি আছে ২২টি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১১০ ম্যাচে তার রান ৩ হাজার ২৭৭। স্ট্রাইক রেট ১৪২.৪৭। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :