নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা ফটোসেশনে অংশ নেন। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাঘিনীদের অধিনায়ক সুমাইয়া আক্তার।বুধবার (১ জানুয়ারি) সকালে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের সকল খেলোয়াড় ফটোসেশনে অংশ নিতে মাঠে আসেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও কোচ সারওয়ার ইমরান।
ডি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। টুর্নামেন্টেকে সামনে রেখে বাঘিনীরা আগামী ৩-৯ জানুয়ারি শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলবে। ক্রিকেটাররা ২ জানুয়ারি কলম্বোর উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।
গণমাধ্যমকে সুমাইয়া বলেন, ‘আসলে আমাদের দল বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমরা যদি আমাদের ভূমিকা পালন করতে পারি তাহলে (ভালো কিছুই হবে)। আমি জানি আমাদের শক্তির জায়গা কোনটি। আমরা যদি আমাদের শক্তির জায়গা নিয়ে লড়াই করি, তাহলে দিন শেষে ভালো কিছুই হবে।’
সম্প্রতি টিম টাইগ্রেস নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে হয়েছে রানার্সআপ। মালয়েশিয়াতে হওয়া সেই আসরে নিজেদের ঝালিয়ে নেয়া লাল-সবুজের দল একই ভেন্যুতে বিশ্ব আসরে খেলতে প্রস্তুত।
এ প্রসঙ্গে সুমাইয়ায় ভাষ্য, ‘আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়া হোক, যেই হোক, আমরা আমাদের খেলাটা খেললে আমরা মনে করি না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে... ওরা অন্তত ভয় পাবে যে আমরা বাংলাদেশ টিমের যে গ্রুপ, ওই গ্রুপে পড়ছি। মালয়েশিয়ায় যেহেতু আমরা খেলেছি, ওখান থেকে আমরা সুবিধা পাবো।’
আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। বায়োমাস ক্রিকেট ওভালে হবে সব ম্যাচ। স্বাগতিক মালয়েশিয়া ও বাংলাদেশসহ আরও অংশ নিচ্ছে মোট ১৬টি দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
স্ট্যান্ডবাই: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, আরভিন তানি ও মেহেরুন নেসা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :