AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিরোপা জিততে মরিয়া আর্সেনাল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৮ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
শিরোপা জিততে মরিয়া আর্সেনাল

লিভারপুলের আধিপত্য খর্ব করে এবারের প্রিমিয়ার লিগে আর্সেনালের শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুতি আর্সেনাল, এমন দাবী জানিয়েছেন কোচ মিকেল আর্তেতা।টেবিল টপার লিভারপুলের তুলনায় এখনো নয় পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল।এবারের মৌসুমে লিভারপুল ১৮ লিগ ম্যাচের ১৪টিতে জয়ী হয়েছে। এ কারনে শিরোপা জয়ে সুস্পষ্ট ফেবারিট হিসেবে ইতোমধ্যেই নিজেদের প্রমানও করেছে অল রেডসরা। কিন্তু আর্সেনালও এখনই সবকিছু ছেড়ে দিতে রাজী নয়। 

গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দারুন হতাশ সময় কাটাচ্ছে। যে কারনে তৃতীয় স্থানে থাকা গানার্সরা গত দুই আসরের হতাশা কাটিয়ে এবার দ্বিতীয় স্থান থেকে শীর্ষে উঠতে চায়।

কিন্তু হঠাৎ করেই ধারাবাহিকতার অভাবে আগের দুই মৌসুমেও বেশ খানিকটা সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি আর্সেনাল। এবার অন্তত আর কোন ভুল করতে চায়না আর্তেতার দল।

আর্তেতা বলেছেন, ‘আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যাবার মানসিকতা থাকতে হবে। প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। কেউ যদি সব ম্যাচই জিতে তবে তাদেরকে আমরা অভিনন্দন জানানো। কিন্তু তা যদি না হয় তাহলে ভিন্ন কথা, ইতিহাসে এমন ঘটনা কখনই ঘটেনি।’

২০০৪ সালের পর প্রথমবারের মত লিগ শিরোপা জয়ে এবার বদ্ধপরিকর আর্সেনাল। যদিও দলের সেরা তারকা বুকায়ো সাকা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে অন্তত মার্চ পর্যন্ত ছিটকে গেছেন। ইংলিশ এই উইঙ্গারের দলে ফেরা একেবারেই অনিশ্চিত। ধারণা করা হচ্ছে আরো অন্তত নয়টি প্রিমিয়ার লিগ ম্যাচসহ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ড ও নিউক্যাসলের বিপক্ষে লিগ কাপের দুই লেগের সেমিফাইনালে সাকা খেলতে পারবেন না।

সাকার সাথে হাঁটুর ইনজুরির কারনে রাহিম স্টার্লিং ও লিনড্রো ট্রোসার্ডও দলে বাইরে রয়েছেন। এ কারনে গ্যাব্রিয়েল মার্টিনেলিকে বামদিকে যেয়ে খেলতে হচ্ছে। ৩০ বছর বয়সী ট্রোসার্ড দুই বছর আগে ব্রাইটন থেকে আর্সেনালে আসার পর কখনই দীর্ঘ সময়ের জন্য দলে নিয়মিত হতে পারেননি। কিন্তু গানার্স বস ট্রোসার্ডের প্রতিশ্রুতি নিয়ে আশাবাদী, ‘সে অবশ্যই আমার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইনজুরিতে থাকা সবাই খেলার জন্য মুখিয়ে আছে। গত ১২ মাসে ট্রোসার্ড বেশ ধারাবাহিকতা দেখিয়েছে। নিজের খেলার মান উন্নত করেছে। লেফট উইংয়ে তার উপর অনায়াসেই ভরসা করা যায়। এছাড়াও এ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও সে নিজেকে প্রমান করেছে।’


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

Link copied!