ক্রিকেটে সেরা ফিল্ডারদের মধ্যে অন্যতম নাম গ্লেন ম্যাক্সওয়েল। কেন তাকে সেরাদের কাতারে রাখা হয়, তা চলমান বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের বিপক্ষে এক অবিশ্বাস্য ক্যাচ নিয়ে আবারও প্রমাণ করলেন।
ব্রিসবেনের ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলটি মিডল স্টাম্প বরাবর করেন বোলার ডেন লরেন্স। ব্যাটসম্যান উইল প্রেসটিজ ফুল লেংথের বলটিতে লফটেড অন ড্রাইভে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন। বলটি সীমানা দড়ি পেরিয়ে যাচ্ছিল। কিন্তু শূন্যে লাফ দিয়ে মাঠের বাইরে থেকে বলটি ভেতরে পাঠান ম্যাক্সওয়েল এবং সীমানার ভেতরে ফিরে এসে সহজেই তালুবন্দি করেন।
ব্রিসবেনের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। প্রথম বলটি মিডল স্টাম্পের ওপর করেছিলেন ডেন লরেন্স। ফুল লেংথের বলে লফটেড অন ড্রাইভে লং অনের ওপর দিয়ে হাঁকানোর চেষ্টা করেন উইল প্রেসটিজ। বল সীমানা দড়ির ওপারে চলে যায়, তবে বল শূন্যে থাকার সময়ই লাফ দিয়ে মাঠের বাইরে থেকে বল ভেতরে পাঠান ম্যাক্সওয়েল, এরপর সীমানার ভেতরে এসে সহজেই তালুবন্দি করেন।
খালি চোখে খানিকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে দেখে পরিষ্কার বুঝা যায় আইসিসির নিয়মে এটা আউট। এটাকে ক্যাচ অব দ্য ইয়ার বলেছেন মাইকেল ভন। তার মতে, এমন ক্যাচ শুধু ম্যাক্সওয়েলকে দিয়েই সম্ভব! এমনকি তিনি এটাও বলেছেন যে, তার দেখা সেরা ক্যাচও এটি।
ভন বলেন, `এই মৌসুমে আমরা বেশ কিছু দুর্দান্ত ক্যাচ দেখেছি, কিন্তু এটা ক্যাচ অব দ্য ইয়ার। আমরা দেখলাম, ম্যাক্সওয়েল শূন্যে উড়ছে এবং ফিরে এসে এমন কিছু করল যা শুধু ম্যাক্সওয়েলই করতে পারে। আমি মনে করি, এর চেয়ে ভালো ক্যাচ আমি দেখিনি। অবিশ্বাস্য ক্যাচ!`আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে ব্রিসবেন। দলের হয়ে ৪৮ বলে অপরাজিত ৭৭ রান করেছেন ম্যাক্স ব্রায়ান্ট। তাছাড়া ২১ রান করেছেন পল ওয়াল্টার।
প্রথম দেখায় ঘটনাটি খানিকটা অবিশ্বাস্য মনে হলেও রিপ্লেতে স্পষ্ট বোঝা যায় যে, এটি আইসিসির নিয়ম অনুযায়ী বৈধ আউট।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :