শুক্রবার থেকে সিডনিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচ। পার্থে প্রথম টেস্টে জয় দিয়ে শুরু করলেও বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে রোহিতরা। মেলবোর্নে চতুর্থ টেস্টে ১৮৪ রানে জিতে সিরিজে লিড নেয় অজিরা। ভারতের কাছে এখন সিডনি টেস্ট জিতে সিরিজ ড্র করা একটা কঠিন চ্যালেঞ্জ।
মেলবোর্নে হারের সঙ্গে সঙ্গে ভারতের এবছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা আংশিকভাবে শেষ হয়ে গেছে। এখন সিডনিতে জিতে বর্ডার গাভাসকর ট্রফি ড্র করাই মূল লক্ষ্য রোহিতদের। তবে সিডনির পিচ কেমন হবে তা একটা বড় প্রশ্ন। আগের টেস্ট ম্যাচগুলিতে পিচ থেকে বাড়তি সুবিধা পেয়েছে পেসাররা। সিডনিতে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকে।
বুধবার কীভাবে সিডনির পিচ প্রস্তুত করা হচ্ছে তা নিয়ে আপডেট দিলেন কিউরেটর অ্যাডাম লুইস। এদিন SCG-র তরফে তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করা হয়। যেখানে লুইস বলছেন, ‘আমাদের কাছে ২ দিন সময় রয়েছে, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ সকালেই পিচের উপর থেকে কভার সরানো হয়েছে। ছাটাইয়ের পর ৭ মিলিমিটারের মতো ঘাস রাখা হয়েছে। ভালো ভাবে রোল করা হয়েছে। আমি খুশি এটা যেই অবস্থায় রয়েছে দেখে।’ তিনি আরও বলেন, ‘সামান্য জল ছেটানো হয়েছে। সিডনিতে প্রচন্ড গরম, তাই যাতে পিচের উপর আদ্রতা রয়েছে। আগামীকাল থেকে আমরা আরও ভারী রোলার চালাব, তখন পিচ কিছুটা রং পরিবর্তন করবে, এরপর আমরা তৃতীয় দিনের জন্য তৈরি হবো।’
প্রসঙ্গত, চতুর্থ টেস্ট জিতে বর্ডার গাভাশকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। প্রথম ইনিংসে দুরন্ত ব্যাটিং করে ৪৭৪ রান তোলে অজিরা । ১৪০ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন স্টিভ স্মিথ। হাফ সেঞ্চুরি করেছিলেন স্যাম কনস্টাস, উসমান খোয়াজা এবং মার্নাস ল্যাবুশান।
এরপর ব্যাট করতে নেমে ৩৬৯ রান তোলে ভারত। ১১৪ রান করেন নীতীশ কুমার রেড্ডি। হাফ সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল এবং ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তোলে অস্ট্রেলিয়া। ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন তিনি। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৩৪০ রানের। কিন্তু তা তাড়া করতে নেমে মাত্র ১৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। একমাত্র ব্যাট হাতে ভালো খেলেন যশস্বী (৮৪)।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :