মিরপুরে আগুন ঝরানো বোলিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশ দলের পেস ইউনিটকে লিড দেওয়া তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে তিনি এখন সেরা বোলিং ফিগারের মালিক।এবারের বিপিএলেও দুর্বার রাজশাহীতে নাম লিখিছেন তিনি। যেখানে বড় কোনো নাম নেই। তবে নিজের কাজটা ঠিক ভাবেই করে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার।
উদ্বোধনী ম্যাচে বরিশালের বিপক্ষে তিন উইকেট শিকার করেছিলেন তাসকিন। দ্বিতীয় ম্যাচে যা করে দেখালেন এক কথায় অবিশ্বাস্য। ঢাকা বিপক্ষে ৪ ওভারে ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। যা বিপিএল ইতিহাসের সেরা বোলিং পারফরম্যান্স।
১৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করা মোহাম্মদ আমির আছে দ্বিতীয়তে। ২০২০ বিপিএলে খুলনার হয়ে এই পারফরম্যান্স করেছিলেন এই পাক পেসার। ৫ উইকেট শিকার করে তিনে আছে আরেক পাকিস্তানি মোহাম্মদ শামি।
তাসকিনের এই বোলিং ফিগার শুধু বিপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়েছে। কারণ, এই বোলিংয়ে সবমিলিয়ে তৃতীয় স্থানে রয়েছে তাসকিন। সাত উইকেট নেওয়া বাকি দুইজন বোলার হলেন কোলিং অ্যাকারম্যান ও সিরাজুল ইদ্রাস।
৮ উইকেট খরচ করে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে সবার শীর্ষ রয়েছেন মালয়েশিয়ান ক্রিকেটার ইদ্রাস। চীনের বিপক্ষে ২০২৩ সালে এই পারফরম্যান্স করেন তিনি। আর ১৮ রান খরচ করে ৭ উইকেট নেওয়া অ্যাকারম্যান আছেন দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে এই কীর্তি গড়েন তিনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :