গোলাম রব্বানী ছোটন আবারো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বে ফিরেছেন। এবার অবশ্য নারী ফুটবলারদেরদের নয়। তিনি আগামী এক বছরের জন্য হেড অব ইয়ুথ ডেভেলপমেন্ট এবং বাফুফে এলিট একাডেমিতে কর্মরত থাকবেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত বছরের ২৯ মে তিনি জাতীয় নারী দল ও মেয়েদের সকল বয়সভিত্তিক ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়তে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। এরপর তিনি সেনাবাহিনী দলের কোচ হন।
বাংলাদেশের নারী ফুটবল দলের সহকারী কোচ, প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ছোটন। এক যুগ ধরে দায়িত্বে ছিলেন তিনি।
ছোটনের নেতৃত্বেই ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫, ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮, ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :