বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এবার হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে দুই দল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুরে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রংপুর রাইডার্স।
এবারের বিপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে তারা।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মেহেদী হাসান, আজিজুল হাকিম তামিম, তৌফিক খান ও আকিফ জাভেদ।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, তানভির ইসলাম ও ইকবাল হোসেন ইমন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :