AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহম্মদ আমিরকে টপকে ইতিহাস গড়লেন তাসকিন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১২ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
মহম্মদ আমিরকে টপকে ইতিহাস গড়লেন তাসকিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ। এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মহম্মদ আমিরের নামে। ২০২০ সালে রাজশাহীর বিরুদ্ধে খুলনার হয়ে ৪ ওভার বল করে ১৭ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন আমির। সেই রেকর্ড এবার টপকে গেলেন তাসকিন। 

ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। নতুন বলে উইকেট নিয়ে শুরু করেন তিনি। তুলে নেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিমকে। শেষ ওভারে নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৩ স্পেলে ৪ ওভার হাত ঘুরিয়ে জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ ১৯ রান দিয়ে শিকার করেছেন ৭ উইকেট।

নিজের কেরিয়ার সেরা বোলিং করে বিশ্ব রেকর্ডও গড়েছেন তাসকি আহমেদ। এদিকে শুধু বিপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে দুই জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। আন্তর্জাতিক ও যে কোনও ধরনের স্বীকৃত টি-২০ ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট শিকার করার কীর্তি গড়েছেন তাসকিন।

এই তালিকায় সকলের আগে ২০১৯ সালে ইংল্যান্ডের ঘরোয়া লিগে বার্মিংহ্যাম বিয়ার্সের বিরুদ্ধে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন লেস্টারশায়ারের কোলিন অ্যাকারম্যান। এরপর ২০২৩ সালে চিনের বিরুদ্ধে ৮ রানে ৭ উইকেট নিয়ে এ তালিকায় যোগ দেন মালয়েশিয়ার সৈয়াজরুল ইদরুস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র তিনিই সবচেয়ে কম রান খরচ করে ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেছেন। 

এদিকে তাসকিন আহমেদ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম পেস বোলার যিনি ১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেছেন।এর আগে পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে তাসকিনের সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানের বিনিময়ে ৫ উইকেট। আর সব ফর্ম্যাট মিলিয়ে প্রথমবার এক ইনিংসে তিনি পেয়েছেন ৭ উইকেট। এদিকে তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মুস্তাফিজুর রহমান। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মুস্তাফিজকের আউট করলেই স্বীকৃত টি-টোয়েন্টি সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মুস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় ১৯ রানে ৭ উইকেট নিয়ে থামতে হল বাংলাদেশের পেসারকে। টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নিয়েছেন তাসকিন।

তবে তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের দিনেও স্কোর বোর্ডে ভালো রান সংগ্রহ করেছে ঢাকা ক্যাপিটালস। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে।

 

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!