AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিডনি টেস্টের শেষ দু’দিনে বৃষ্টির সম্ভাবনা!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২২ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
সিডনি টেস্টের শেষ দু’দিনে বৃষ্টির সম্ভাবনা!

বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের শেষ দু’দিনে বৃষ্টির সম্ভাবনা। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। এরকম পরিস্থিতিতে খেলতে নামার আগেই চিন্তার ভাঁজ রোহিতদের কপালে। 

বর্ডার গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট ম্যাচ শুরু শুক্রবার থেকে। সিরিজে বর্তমানে পিছিয়ে রয়েছে ভারত। এবার শেষ টেস্ট ম্যাচটি খেলতে নামার আগে খারাপ খবর চলে এলো রোহিতদের জন্য। জানা যাচ্ছে, সিডনিতে চতুর্থ এবং পঞ্চম দিনের খেলা বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে। টেস্ট ম্যাচটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  মেলবোর্নে হারের পর এখন সমতায় ফেরা মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার। খেলা যদি সম্ভব না হয় তবে সে ক্ষেত্রে সিরিজ জিতে নেবে অস্ট্রেলিয়া, একই সঙ্গে শেষ হয়ে যাবে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সামান্যতম আশাটুকু।

টেস্ট ম্যাচটি স্পেশাল আরও একটা কারণে। এটি পিঙ্ক টেস্ট। অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার সংস্থার উদ্যোগে এই টেস্টে ক্যান্সার নিয়ে সচেতনতা জাগরণ এবং ফান্ড সংগ্রহ করা হবে। ২০০৯ সাল থেকে এই রীতি চলে আসছে। ২০০৮ সালে স্ত্রীয়ের স্তন ক্যান্সারের কারণে মৃত্যুর পর থেকে এই উদ্যোগ ম্যাকগ্রার।

গুগুল ওয়েদারের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার খেলা শুরু হওয়ার সময় মেঘে ঢাকা থাকবে আকাশ। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। একই রকম আবহাওয়া থাকবে রবিবারও। এই দু‍‍`দিনই আবহাওয়া গরম থাকবে, তাপমাত্রা ৩০-এর আশেপাশে থাকার সম্ভাবনা।

শেষ দু’দিনের খেলায় খারাপ আবহাওয়া লক্ষ্য করা যাবে। চতুর্থ দিনে সারাদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পঞ্চম দিনেও সারাদিন ঝিরঝির বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। BBC-র ওয়েদার রিপোর্ট অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকেও হালকা বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষ দিনগুলিতে আকাশ পরিষ্কার থাকবে। সোমবার রাতের দিকে ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দিনের বেলা আকাশ পরিষ্কার থাকতে পারে। কিন্তু পঞ্চম দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।  

উল্লেখ্য, বর্তমানে বর্ডার গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। এখন সিডনি টেস্ট জিতে ড্র করাই বড় চ্যালেঞ্জ। টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে চিন্তার বিষয় বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের অফ ফর্ম। অন্যদিকে ব্যাট হাতে রান পাচ্ছেন না ঋষভ পন্তরাও। ভারতের হয়ে একমাত্র লাগাতার ভালো পারফর্ম করে চলছেন জসপ্রীত বুমরাহ। এখনও পর্যন্ত ৮ ইনিংসে বল করে ৩০ উইকেট নিয়েছেন তিনি। এখন দেখার সিডনিতে জিতে সমতা ফেরাতে পারে কিনা রোহিতরা।  তবে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা খুব সম্ভবত খেলবেন না এই টেস্ট। তিনি নিজে থেকেই বলে দিয়েছেন যে পঞ্চম টেস্ট খেলবেন না বলে জানা যাচ্ছে।

 

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!