AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিডনিতে অধিনায়ক বুমরাহ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩০ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
সিডনিতে অধিনায়ক বুমরাহ!

সিডনিতে খেলবেন না রোহিত শর্মা, জানাচ্ছে এক দৈনিক সংবাদপত্রের রিপোর্ট। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার একদমই নেই ছন্দে। শেষ ১৫ ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাত্র ১০র কাছে। রান ২০০র গণ্ডিও টপকাতে পারেননি শেষ ১৫ ইনিংসে। এবারের বর্ডার গাভাসকর ট্রফিতে তাঁর রান মাত্র ৩১, নিজের এমন পারফরমেন্স মন থেকে মানতে পারছেন না খোদ রোহিতই। চলতি সিরিজে তাঁর গড় মাত্র ৬।

সিডনিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে মাঠে নামতে চলেছেন জসপ্রীত বুমরাহ। পার্থ টেস্টে টিম ইন্ডিয়ার কামব্যাকের অন্যতম নায়ক ছিলেন বুমরাহ। সিডনি টেস্টের আগের দিনই রোহিত শর্মা টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিলেন, তিনি এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিতে চান, জানা যাচ্ছে এই সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী।

ভারতীয় দলে তাঁর খেলতে নামা মানে সিডনিতে দলের এবং টিম ম্যানেজমেন্টের আরও বিড়ম্বনা বাড়ানো। কারণ একদিকে যেমন লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করতে হবে, তেমন গিলকেও সেক্ষেত্রে বসতে হতে পারত।কিন্তু আবার ব্যর্থ হলে রোহিত তো অবসর নিয়ে নিতে পারতেন, তবে প্রশ্নের মুখে পড়ত গম্ভীর-আগরকারদের ম্যানেজমেন্ট। তাই নিজে থেকেই এই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, রোহিত শর্মা সিডনি টেস্টের আগে নিজেই কথা বলেন অজিত আগরকর, যিনি জাতীয় নির্বাচক প্রধাণ এবং গৌতম গম্ভীরের সঙ্গে। সেখানেই তিনি জানান সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিতে চান তিনি। এরপর গৌতি এবং অজিতও তাঁর সেই সিদ্ধান্তকে মেনে নিয়েছে বলে সূত্রের খবর, সেক্ষেত্রে তিনি আর প্রথম একাদশে থাকছেন না।

বিষয়টির অনুমান করা হয়েছিল বৃহস্পতিবারের অনুশীলনে এবং তাঁর পরে ম্যাচের সাংবাদিক সম্মেলনে। যখন অধিনায়কের পরিবর্তে গম্ভীর আসেন সাংবাদিকদের মুখোমুখি হতে। সেখানে এসে গম্ভীর জানিয়ে দেন, রোহিতকে নিয়ে কোনও সমস্যা নেই। তবে তিনি খেলবেন কিনা সেটা ঠিক নেই। গৌতম গম্ভীরকে দীর্ঘক্ষণ দেখা যায় বুমরাহর সঙ্গে কথা বলতে। ফলে রোহিত না খেললে রাহুল ফিরবেন ওপেনিংয়ে, তিনে আসবেন গিল।

আর অনুশীলনের সময়ও রোহিত শর্মা এসেছিলেন সবার শেষে, অর্থাৎ তিনি মানসিকভাবেও ভালো জায়গায় ছিলেন না। একটি কোণে দাঁড়িয়েই জসপ্রীত বুমরাহদের অনুশীলন দেখছিলেন। যখন স্লিপে ফিল্ডিং অনুশীলন হয়, সেখানেও তিনি ছিলেন না। তখনই বোঝা গেছিল, এমন কোনও সিদ্ধান্তই আসতে পারে। যদিও এখনই রোহিতের অবসর নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি। সেক্ষেত্রে যদি আগামী ইংল্যান্ড সিরিজে রোহিত না খেলেন, তাহলে মেলবোর্নেই নিজের শেষ টেস্ট খেলে নিয়েছেন হিটম্যান।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!