AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোমান-দিয়াও পাড়ি জমালেন আমেরিকায়!


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:৫৮ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
রোমান-দিয়াও পাড়ি জমালেন আমেরিকায়!

দেশের ক্রীড়াঙ্গনে রোমান সানা ও দিয়া সিদ্দিকী দুজনেই বড় তারকা। গত বছরের জুলাইতে বিয়ের পিঁড়িতে বসেন এই তীরন্দাজ জুটি। বাংলাদেশের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় পদক জেতার পাশাপাশি অলিম্পিক গেমসে তারা অংশ নিয়েছেন।

এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন রোমান-দিয়া দম্পতি। গত শনিবার (২৮ ডিসেম্বর) তারা গোপনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। বর্তমানে এই দুই তারকা খেলোয়াড় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন। দিয়া সিদ্দিকীর বাবা নুরে আলম সিদ্দিকী দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিস্ময়ের এখানেই শেষ নয়। রোমান ও দিয়ার আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্চার অসিম কুমার দাস ও হাকিম আহমেদ রুবেল। তারা প্রত্যেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে সেখানে গেছেন।

জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ ঘটনাটি জানার পর বিস্ময় প্রকাশ করেন। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল জানান, তারা ফেডারেশনকে বলে যায়নি। ছুটির মাঝেই দেশ ছেড়েছে।বিকেএসপি থেকে ন্যাশনাল ক্যাম্পে আসার পর আর্চারি রোমান সানার সঙ্গে তার পরিচয় হয়। প্রথম পর্যায়ে বড় ভাইয়ের সম্পর্ক তৈরি হলেও এক পর্যায়ে তা গড়ায় প্রেমে। এরপর পারিবারিকভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!