বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। এই ম্যাচে আগে ব্যাট করে ১২৪ রানের মামুলি পুঁজি পেয়েছে তামিম ইকবালের দল। এদিকে ফিল্ডিংয়ের সময় আহত হয়ে মাঠে ছাড়েন মুশফিকুর রহিম।বৃহস্পতিবার (২ জানুয়ারি) বরিশালের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দ্বিতীয় ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন ওপেনার আজিজুল হক তামিম। দ্বিতীয় বলে আহত হন মুশফিক।
ইকবাল হোসেন ইমনের গতির বল মুশফিকের আঙুল ছুঁয়ে বাউন্ডারি লাইন অতিক্রম করে। এরপরই আঙুল ধরে মাটিতে বসে পড়েন মুশফিক। চিকিৎসক আসলেও মাঠে থাকতে পারেননি এই উইকেটরক্ষক। তাই মুশফিককে নিয়ে শঙ্কা জেগেছে।এর আগে ব্যাটিংয়েও সুবিধা করতে পারেননি মুশফিক। ১৭ বলে ১৫ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। যার ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছিলেন তিনি।এবারও যদি আঘাত শুরুত্বর হয় বিপাকে পড়বে বাংলাদেশ। কারণ, বিপিএলের পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবে টাইগাররা। যেখানে মুশফিকের খুবই প্রয়োজন। এখন দেখা বিষয় মুশফিককে নিয়ে কি খবর দেয় বিসিবির চিকিৎসক।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :