AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোহলির পর বুমরাহর সঙ্গে ঝামেলায় জড়ালেন কনস্টাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১২ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
কোহলির পর বুমরাহর সঙ্গে ঝামেলায় জড়ালেন কনস্টাস

মেলবোর্নে টেস্ট অভিষেকেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়ান স্যাম কনস্টাস। যদিও সেক্ষেত্রে দোষ ছিল বিরাটের, যার জন্য ভারতীয় তারকাকে আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়। কনস্টাসের সঙ্গে ঝামেলার জেরে মেলবোর্নের পরে সিডনিতেও অজি সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয় কোহলিকে।

এবার সিডনি টেস্টের প্রথম দিনে জসপ্রীত বুমরাহর সঙ্গে ঝামেলায় জড়ালেন কনস্টাস। এক্ষেত্রে বুমরাহ কোনওভাবেই উত্যক্ত করেননি অজি ওপেনারকে। বরং ১৯ বছরের ক্রিকেটার নিজে থেকেই বুমরাহর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

বুমরাহকে রাগানোর ফল মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে হাতেনাতে পেয়েছিলেন কনস্টাস। এবার সিডনি টেস্টের প্রথম দিনে বুমরাহকে খোঁচা দিয়ে সতীর্থ উসমান খোয়াজার ক্ষতি করেন কনস্টাস। তরুণ কনস্টাসের উপরে রাগ ছিল বুমরাহর, যা তিনি বল হাতে উগরে দেন খোয়াজার উপরে।
সিডনি টেস্টে রোহিতের বদলে ভারতকে নেতৃত্ব দিতে নামেন জসপ্রীত বুমরাহ। টস জিতে ভারত শুরুতে ব্যাট করতে নামে। টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৭২.২ ওভারে ১৮৫ রানে অল-আউট হয়ে যায়।

অস্ট্রেলিয়া দিনের শেষ বেলায় পালটা ব্যাট করতে নামে। তৃতীয় ওভারের চতুর্থ বলের পরে উসমান খোয়াজা বুমরাহকে রান-আপেই থামিয়ে দেন। তিনি বাড়তি সময় নিচ্ছিলেন, যাতে দিনের শেষে আরও এক ওভার ব্যাট করতে না হয় তাঁদের। খোয়াজার কৌশল বুঝতে অসুবিধা হয়নি বুমরাহর। তিনি খোয়াজার আচরণে বিরক্তি প্রকাশ করেন। উইকেটকিপার ঋষভ পন্তকেও প্রশ্ন তুলতে দেখা যায়।

বুমরাহ তাঁর অনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুললেও খোয়াজা তেমন কিছু বলেননি। তবে নন-স্ট্রাইকার ব্যাটার স্যাম কনস্টাস নিজে থেকে বুমরাহর দিকে এগিয়ে গিয়ে তর্কে জড়ান। বুমরাহও এক্ষেত্রে ছেড়ে কথা বলার পাত্র ছিলেন না। তিনিও এগিয়ে যান কনস্টাসের দিকে। শেষে আম্পায়ার বুমরাহকে শান্ত করেন। কনস্টাসকে শান্ত হওয়ার নির্দেশ দেন খোয়াজা।

সমস্যা সেখানেই মেটেনি। ওভারের শেষ বলে বুমরাহ আউট করেন উসমান খোয়াজাকে। অফ-স্টাম্পের উপর রাখা বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন খোয়াজা। বল চলে যায় স্লিপ ফিল্ডার লোকেশ রাহুলের হাতে।

সচরাচর উইকেট নিয়ে বোলাররা আগ্রাসন দেখান আউট হওয়া ব্যাটারের দিকে। তবে এক্ষেত্রে খোয়াজাকে আউট করে বুমরাহ ঘুরে দাঁড়ান নন-স্ট্রাইকার ব্যাটার স্যাম কনস্টাসের দিকে। তিনি কনস্টাসকে উদ্দেশ্য করে পালটা দেন এক্ষেত্রে। 

ভারতীয় ক্রিকেটাররা ততক্ষণে চলে আসেন বুমরাহর পাশে। কোহলিকেও দেখা যায় কনস্টাসকে চোখ রাঙাতে। প্রসিধ কৃষ্ণাও দু‍‍`কথা শুনিয়ে দেন কনস্টাসকে। বুমরাহকে বিরক্ত করার ফল যে এভাবে পেতে হবে, সেটা বোধহয় অনুমানও করতে পারেননি কনস্টাস।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!