AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লবন ছাড়া তরকারি সাকিব ছাড়া বিপিএল সমান!


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৩:৪৬ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
লবন ছাড়া তরকারি সাকিব ছাড়া বিপিএল সমান!

চলতি বিপিএল খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তাকে ছাড়ায় মাঠে নামতে হয়েছে চিটাগং কিংসকে। তবে সাকিব ছাড়া বিপিএলকে লবন ছাড়া তরকারির সঙ্গে তুলনা করছেন দর্শকরা।শুক্রবার (৩ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং। এই ম্যাচের আগে মিরপুর স্টেডিয়ামের দেওয়ালে সাকিবকে নিয়ে পোস্টার লাগিয়েছে তার ভক্তরা।

যেখানে লেখা হয়েছে, ‘সাকিব তুমি এক বিজয়ের নাম, ভুলবে না এই দেশ তোমার অবদান’। আরেকটি পোস্টারে লেখা হয়েছে, ‘লবন ছাড়া তরকারি আর সাকিব ছাড়া বিপিএল একই সমান’।

শুধু বিপিএল নয় দেশে আসতে না পারায় শঙ্কা রয়েছে তার চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে। এ ছাড়াও কিছু দিন আগেই তার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভারতের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

বিপিএল শুরু আগে সাকিবের না খেলতে পারা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন সাবেক বিসিবি পরিচালক ও কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, সাকিব বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার তার না থাকাটা দলের জন্য ক্ষতিকর। সে দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!